Ola-র ইলেকট্রিক স্কুটার লঞ্চের দিনক্ষণ ঘোষণা করলো সংস্থা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাজারে না আসার আগেই যে সকল ইলেকট্রিক স্কুটারগুলি ঝড় তুলতে শুরু করেছে তাদের মধ্যে অন্যতম হলো Ola-র ইলেকট্রিক স্কুটার। ডিজাইন থেকে রং, বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি এই ই-স্কুটারের জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই ই-স্কুটারের প্রি বুকিং করে ফেলেছেন। যার পরেই সেই সকল মানুষদের প্রতীক্ষা কবে হাতে আসবে তাদের এই নতুন ই-স্কুটার।

Advertisements

Advertisements

এই প্রতীক্ষার অবসান ঘটিয়ে জানা গিয়েছে ভারতে এই ই-স্কুটার লঞ্চ হবে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন। লঞ্চের দিনক্ষণ মঙ্গলবার ট্যুইট করে জানিয়েছেন ওলা সংস্থার সিইও ভাবিস আগারওয়াল। তিনি টুইটে লিখেছেন, “যে সমস্ত গ্রাহকরা ইতিমধ্যেই এই ইলেকট্রিক স্কুটার প্রি-বুকিং করেছেন তাদের ধন্যবাদ। আগামী ১৫ আগস্ট এই ই-স্কুটার লঞ্চের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রোডাক্টের বিস্তারিত বিবরণ এবং উপলব্ধ তার বিষয়ে জানানো হবে।”

Advertisements

নতুন এই ইলেকট্রিক স্কুটারটি সম্পর্কে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তা হল, সর্বমোট দশটি রঙে আত্মপ্রকাশ করবে এই ইলেকট্রিক স্কুটারটি। যেমন লাল, গোলাপি, হলুদ ইত্যাদি। এছাড়াও হাল্কা রঙের শেডের মধ্যে থাকবে সাদা এবং রুপোলি। তবে মডেলের রঙের ক্ষেত্রে নাম কি হবে তা এখনও সংস্থার তরফ থেকে জানানো হয়নি।

অন্যদিকে সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই সকল ইলেকট্রিক স্কুটারগুলির শূন্য থেকে ৫০% চার্জ হতে সময় মাত্র ১৮ মিনিট। আর এই ১৮ মিনিটের চার্জেই ৭৫ কিলোমিটার পর্যন্ত দৌড়ানো যাবে এই ই-স্কুটার। পাশাপাশি এই ই-স্কুটার পুরো চার্জে দেড়শ কিলোমিটার পর্যন্ত সফর করা যাবে।

ওলা সংস্থার এই নতুন ইলেকট্রিক স্কুটারে রয়েছে, রিমুভেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ক্লাউড কানেকটিভিটি, অ্যালয় হুইলস, টেলিস্কোপিক সাসপেনশন আপ ফ্রন্ট সহ আরও একাধিক অত্যাধুনিক ফিচার। স্কুটারের ডিজাইন বেশ ঝকঝকে, স্মার্ট এবং স্লিক। পাশাপাশি এই স্কুটারের সিটের নীচের অংশ দু’টি হেলমেট রাখার জায়গা রয়েছে।

Advertisements