RBI-এর নয়া নিয়মে সতর্ক থাকতে হবে চেক ব্যবহারকারীদের, বাড়লো সুবিধাও

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ১লা আগস্ট থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। NACH বা ন্যাশনাল অটোমেডেড ক্লিয়ারিং হাউস-এর ক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ২৪ ঘন্টায় চালু থাকবে ক্লিয়ারিং হাউস। যার ফলে চেক ব্যবহারকারীদের যেমন সতর্ক থাকতে হবে ঠিক তেমনি এই নতুন ব্যবস্থায় সুবিধাও বাড়ছে কয়েকগুণ।

Advertisements

Advertisements

চেক ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে তাদের প্রদত্ত চেক যেকোনো সময় ক্লিয়ারিং হাউজ থেকে পাশ হয়ে যেতে পারে এই নিয়ে। এক্ষেত্রে চেক দেওয়ার সময় যেন অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকে তা নজরে রাখতে হবে। আর এমনটা না হলে চেক দেওয়ার পর যে কোনো সময় চেক ক্লিয়ারিং হাউজ থেকে পাশ হয়ে যাওয়ার পর জরিমানার সম্মুখীন হতে পারেন চেক ব্যবহারকারীরা।

Advertisements

নতুন নিয়ম অনুযায়ী শনিবার শেষ বেলায় কাউকে চেক প্রদান করলে সেই ব্যক্তি যদি সেই চেক ব্যাঙ্কে জমা করেন তাহলে সেই চেকের টাকা রবিবার সকালের মধ্যে যে কোনো সময়। এক্ষেত্রে কেউ যদি ভেবে থাকেন রবিবার বলে টাকা কাটা হবে না তাহলে তিনি ভুল করবেন। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন নিয়ম সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে। সেইমতো চেক বাউন্স হলে মোটা অঙ্কের টাকা পেনাল্টি হিসেবে দিতে হবে।

অন্যদিকে এই নতুন নিয়মের ফলে কয়েক গুণ সুবিধাও বেড়ে যাচ্ছে। নতুন এই নিয়ম অনুযায়ী যেমন ছুটির দিনেও বেতন অথবা পেনশনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে ঠিক তেমনি আপনি কারোর থেকে কোন চেক পেয়েছেন সেই চেকের টাকা ও ছুটির দিনে আপনার অ্যাকাউন্টে জমা পড়বে। এক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কের ওয়ার্কিং ডে’র দিকে তাকিয়ে থাকতে হবে না।

Advertisements