সুপ্রিম কোর্টে ধাক্কা আম্বানির, রিলায়েন্সের সাথে চুক্তি হবে না এই সংস্থার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্যবসা সমৃদ্ধির দিক দিয়ে ভারত তথা বিশ্বের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি প্রতি পদে পদে সফলতা অর্জন করেছিলেন। তবে তার এই সাফল্যের দৌঁড়ে এবার বাধা হয়ে দাঁড়ালো সুপ্রিম কোর্ট। ফিউচার গ্রুপের সাথে চুক্তি সংক্রান্ত একটি মামলায় ধাক্কা খেলেন তিনি। সুপ্রিমকোর্টে এই মামলায় ধাক্কা খাওয়াই জয় হল অ্যামাজনের।

Advertisements

Advertisements

গত দু’বছর আগে ফিউচার গ্রুপের অংশীদারিত্ব কিনেছিল অ্যামাজন। এই সংস্থার সাথে অ্যামাজনের চুক্তি হওয়ায় তারা সরাসরি ‘ফিউচার কুপন’-এর অংশীদার হয়। তবে গত বছর অর্থাৎ ২০২০ সালে এই ফিউচার গ্রুপ তাদের পাইকারি ও খুচরা বাণিজ্য সহ বেশকিছু শাখা বিক্রি করার জন্য মুকেশ আম্বানির রিলায়েন্স সংস্থার সাথে চুক্তি করে। এই চুক্তির জন্য মুকেশ আম্বানির সংস্থা ফিউচার গ্রুপকে ২৪ হাজার ৭৩১ কোটি টাকা দেয়।

Advertisements

কিন্তু এই ঘটনার পরেই অ্যামাজন সংস্থা বেঁকে বসে। তারা দাবি করে ফিউচার গ্রুপের সাথে চুক্তি করার জন্য তারা প্রায় ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। যে কারণে তাদের অনুমতি না নিয়ে ফিউচার গ্রুপ এইভাবে সম্পত্তি বিক্রি করতে পারে না। অ্যামাজন সংস্থা দাবি করে, যেহেতু ফিউচার গ্রুপের অংশীদারিত্বে তাদের অধিকার রয়েছে তাই এমনটা সম্ভব নয়।

পরবর্তীকালে এই দাবি এবং পাল্টা দাবি নিয়ে মামলা গড়ায় আদালত পর্যন্ত। মামলার পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের আদালত অ্যামাজনের পক্ষেই রায় দেয়। সিঙ্গাপুরের আদালতের রায়ের পাশাপাশি শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি নরিম্যান ও বিআর গাভাইয়ের বেঞ্চ সিঙ্গাপুরের আদালতের রায়ের পাশে দাঁড়িয়ে এই অ্যামাজনের পক্ষে রায় ঘোষণা করে। বলা হয় এভাবে রিলায়েন্সের সাথে চুক্তি করা যাবে না।

Advertisements