সিলিন্ডারের গায়ে লেখা থাকে নানান কোড, রইলো এর গুরুত্ব

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রান্না করার জন্য এখন ঘরে ঘরে গ্যাস কানেকশন। এই গ্যাস কানেকশন থাকার দরুন প্রতি মাসেই গৃহস্থালিদের বাড়িতে বাড়িতে আসে গ্যাস সিলিন্ডার। কিন্তু লক্ষণীয় বিষয় এই সকল গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা থাকে কিছু কোড। যা হয়তো অনেকে খেয়াল করেন, আবার অনেকেই করেন না। কিন্তু এই সকল কোড নিরাপত্তাজনিত কারণে দেওয়া হয়ে থাকে। এই সকল কোডের অর্থ কি তা জেনে নেওয়া যাক।

সিলিন্ডারের উপরে হাতলের জায়গার পাশে এই সকল কোড লক্ষ্য করা যায়। এই সকল করে কোনোটিতে লেখা থাকে ‘এ-১৩’, ‘বি-১৪’, ‘বি-১৪’ ইত্যাদি। আসলে এই নম্বরগুলি সরাসরি গ্রাহকদের নিরাপত্তার সাথে জড়িয়ে রয়েছে। এই সকল কোডের ক্ষেত্রে চারটি ইংরেজি শব্দ ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ এবং তারপর ইংরেজি নম্বর ব্যবহার করা হয়ে থাকে।

চারটি যে ইংরেজি লেটার ব্যবহার করা হয়ে থাকে ওই চারটি ইংরেজি লেটারের মাধ্যমে মাস বোঝানো হয় এবং তারপর যে নম্বর ব্যবহার করা হয়ে থাকে সেই নম্বরের মাধ্যমে সাল বোঝানো হয়ে থাকে। এগুলির মধ্য দিয়েই সিলিন্ডারের নিরাপত্তা এবং কখন এই সিলিন্ডার পরীক্ষা করা প্রয়োজন তা বোঝানো হয়ে থাকে।

ইংরেজি লেটার ‘এ’ ব্যবহার এর অর্থ হল, এর মাধ্যমে বোঝানো হয় বছরের প্রথম তিনটি মাস জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ। ‘বি’ লেটারের মাধ্যমে বোঝানো হয়ে থাকে পরবর্তী তিনটি মাস এপ্রিল, মে, জুন। ‘সি’ লেটারের মাধ্যমে বোঝানো হয়ে থাকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং ‘ডি’ লেটারের মাধ্যমে বোঝানো হয়ে থাকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।

এখন কোন গ্যাস সিলিন্ডারের গায়ে যদি ‘এ ২৩’ লেখা থাকে তাহলে বুঝতে হবে এই গ্যাস সিলিন্ডারটি ২০২৩ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের মধ্যে পরীক্ষা করা জরুরি। আর এই সময় পেরিয়ে যাওয়ার পরও যদি পরীক্ষা করা না হয়ে থাকে তাহলে বিপদের ঝুঁকি থাকে।

প্রসঙ্গত, ভারতে যে সকল গ্যাস সিলিন্ডার তৈরি করা হয়ে থাকে সেগুলি বিআইএস ৩১৯৬ মাপকাঠির। এই মাপকাঠি অনুযায়ী একটি গ্যাস সিলিন্ডারের মেয়াদ ১৫ বছর হয়ে থাকে। তবে এই সময়ের মধ্যে অন্তত পক্ষে দু’বার ওই গ্যাস সিলিন্ডার পরীক্ষা করা জরুরি। প্রথম পরীক্ষা করা জরুরি প্রথম দশ বছরের মধ্যে এবং দ্বিতীয় পরীক্ষা করা জরুরি পরবর্তী পাঁচ বছরের মধ্যে।