নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের দুঃস্থ দরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের প্রথম শুরু হয় ২০১৬ সালের মে মাসে। ইতিমধ্যেই প্রায় ৮.৩ কোটি এই রান্নার গ্যাস কানেকশন প্রদান করা হয়েছে বলে দাবি করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। আর এর দ্বিতীয় পর্যায় শুরু হতে চলেছে খুব শীঘ্র।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় মাধ্যমে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষেরা উপকৃত হয়ে থাকেন। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে তেল সরবরাহকারী সংস্থাগুলি উজ্জ্বলা যোজনা দ্বিতীয় পর্যায়ের কাজ করছে। আর এই দ্বিতীয় পর্যায়ের কাজ করার ক্ষেত্রে বেশ কিছু বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন করে যে নিয়ম আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে উপকৃত হবেন অনেকেই। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে মিলবে আরও বাড়তি সুবিধা।
বাড়তি সুবিধা হিসেবে জানা যাচ্ছে, এবার এই বিনামূল্যে রান্নার গ্যাসের কানেকশন নেওয়ার জন্য স্থায়ী ঠিকানার প্রয়োজন হবে না। এর পাশাপাশি একটি নির্দিষ্ট সময়ের সুবিধা ভোগের পর যাতে কানেকশন বাড়াতে পারেন অথবা ফিরিয়ে দিতে পারেন তার বিকল্পও থাকছে। নতুন এই ব্যবস্থাপনার মাধ্যমে সবথেকে বেশি উপকৃত হবেন শহরাঞ্চলের দরিদ্রসীমার নিচে বসবাসকারীরা এবং পরিযায়ী শ্রমিকরা বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই দ্বিতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার পরিপ্রেক্ষিতে ২০২১-২২ অর্থ বর্ষের বাজেট পেশ করার সময় আরও সবিস্তারে জানিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী খুব শীঘ্র এক কোটি মানুষ এই বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন পেতে চলেছেন।