নিজস্ব প্রতিবেদন : PF অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। নির্দিষ্ট ওই সময়সীমার মধ্যে এই লিঙ্ক না করানো হলে প্রভিডেন্ট ফান্ড সঞ্চিত আপনার টাকা নাও মিলতে পারে। যে কারণে জরুরী ভিত্তিতে এই লিঙ্ক করিয়ে নেওয়াটা দরকার। PF অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অনলাইন অথবা অফলাইন দুই উপায়েই করা যেতে পারে।
অনলাইনে এই লিঙ্ক করার জন্য গ্রাহকদের যেতে হবে ইপিএফও এর অফিসিয়াল ওয়েবসাইট https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ এ। সেখানে নিজের UAN নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর ম্যানেজ সেকশনে গিয়ে বেছে নিতে হবে কেওয়াইসি অপশন। সেখানে নিজের আধার নম্বর এবং আধারে থাকা নামের বানান লিখে সাবমিট করতে হবে। এরপর UIDAI-এর তরফ থেকে আপনার তথ্য যাচাই করার পর লিঙ্ক করে দেওয়া হবে।
অফলাইনে এই আবেদন করার জন্য গ্রাহকদের প্রথমেই ‘Aadhaar Seeding Application’ ফিলাপ করতে হবে। সেখানে আধারের সমস্ত তথ্য দেওয়ার পাশাপাশি দিতে হবে UAN নম্বর। পাশাপাশি জমা করতে হবে প্যান কার্ড, আধার কার্ড এবং UAN কপি। পাশাপাশি এই প্রতিটি কাগজ হতে হবে সেল্ফ অ্যাটেস্টেড। এই সমস্ত কাগজপত্র জমা করতে হবে ফ্রী অফিসের আধিকারিকের কাছে।
PF অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করানোর শেষ সময়সীমা হলো ১ সেপ্টেম্বর। এই সময়ের মধ্যেই PF অ্যাকাউন্ট হোল্ডারদের নিজের নিজের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে। অন্যথায় সঞ্চিত অর্থ সাময়িকভাবে নাও মিলতে পারে।