কখনো কোকিল, কখনো কুকুর, খুদের রকমারি কণ্ঠস্বরে অবাক নেটিজেনরা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের প্রাণী জগতের মধ্যে সবথেকে উন্নত হল মানুষ। এই মানুষদের মধ্যে আবার নানান রকমের গুনাগুন লক্ষ্য করা যায়। মূলত প্রতিভার বলে একজন আরেকজনকে ছাপিয়ে নজির সৃষ্টি করে সমাজে। নজির সৃষ্টি করার ক্ষেত্রে কারোর শিক্ষাগত যোগ্যতা অন্যান্যদের থেকে অনেক বেশি উন্নত, কেউ আবার খেলাধুলায় অন্যান্যদের থেকে আলাদা, এমন হাজার প্রতিভা রয়েছে। এরকম ক্ষেত্রে এক খুদে নেটিজেনদের অবাক করেছে তার রকমারি কণ্ঠস্বরে।

Advertisements

সম্প্রতি ওই খুদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি পুরাতন হলেও তা নজর কেড়েছে ওই শিশুর প্রতিভার বলে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই শিশুটি তার স্কুলের অন্যান্য সহপাঠীদের সাথেই পড়াশোনার জন্য স্কুলে হাজির হয়েছেন। কিন্তু তাকে ডেকে কোন একজন বারবার নানান ধরনের পশু পাখি থেকে ছোট ছেলের বাচ্চার আওয়াজ করতে বলছেন। আর কথামতো ওই খুদে একের পর এক রকমারি কণ্ঠস্বর করে চলেছে।

Advertisements

ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরার অপরপ্রান্ত থেকে কেউ একজন তাকে বলছেন কোকিলের আওয়াজ করতে। আর তা শুনেই ওই খুদে যেভাবে কোকিলের আওয়াজ করে উঠেছেন তা রীতিমতো সকলকে হতভম্ব করেছে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি তাকে যখন ছাগলের বাচ্চার আওয়াজ করতে বলা হয়েছে তখন ওই খুদে যেভাবে ছাগলের আওয়াজ করে উঠেছে তাতে তার সহপাঠীরাও হেসে উঠেছে। ভিডিও দেখে এটুকু বোঝা যায় ওই খুদে রীতিমতো পারদর্শী এমন নানান ধরনের আওয়াজ করতে।

Advertisements

ভিডিওটি দেখে বুঝতে অসুবিধে হয় না ওই খুদের বয়স বড়জোড় পাঁচ কি ছয় বছর। তবে এই বয়সের মধ্যেই সে যেভাবে এমন বিভিন্ন পশু পাখির কণ্ঠস্বর রপ্ত করেছে তা সত্যিই প্রশংসনীয়। নেটিজেনরাও ওই খুদের এমন কণ্ঠস্বরে আপ্লুত।

Advertisements