টাকা তোলার নিয়মে বদল আনছে পোস্ট অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে অন্যতম ভরসা হলো ভারতীয় ডাকঘর বা পোস্ট অফিস। দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়াত্ত বিভিন্ন ব্যাঙ্কের তুলনায় বিভিন্ন প্রকল্পে সুদের পরিমাণ বেশি দেওয়া এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দরুণ এর জনপ্রিয়তা আজও অটুট। আর এই পোস্ট অফিসই এবার পোস্ট অফিসের শাখায় টাকা তোলার ক্ষেত্রে নিয়মে বদল আনতে চলেছে।

Advertisements

Advertisements

গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে পোস্ট অফিস যে নতুন নিয়ম আনতে চলেছে তাতে গ্রাহকরা আগের তুলনায় অনেক বেশি টাকা তুলতে পারবেন। এই নতুন নিয়ম কার্যকর হবে দেশের প্রতিটি পোস্ট অফিসের শাখাতেই। অর্থাৎ গ্রাম হোক অথবা শহর পোস্ট অফিসের যেকোনো গ্রামীণ ডাক সেবা শাখা থেকেই নতুন নিয়ম অনুসারে টাকা তোলা যাবে।

Advertisements

সম্প্রতি পোস্ট অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগে যেখানে পোস্ট অফিসের শাখায় নিজেদের অ্যাকাউন্ট থেকে ৫০০০ টাকা তোলা যেত, সেই জায়গায় এখন ২০,০০০ টাকা তোলা যাবে। তবে এই টাকা তোলার জন্য গ্রাহকদের তাদের সেভিংস অ্যাকাউন্টের সাথে ‘নো ইওর কাস্টমার’ (KYC) করিয়ে নিতে হবে। এই আপডেট করানোর পর এই গ্রাহকরা এই সুবিধা লাভ করতে পারবেন। এর পাশাপাশি আরও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে।

১) নগদ ৫০ হাজার টাকার বেশি জমা দেওয়ার ক্ষেত্রে অনুমতি দিতে পারবেন না পোস্ট অফিস জিডিএস (গ্রামীণ ডাক সেবা) কেন্দ্রের পোস্টমাস্টার। তবে চেক মারফত এই লেনদেন করা যেতে পারে।

২) পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য এখন ন্যূনতম ৫০০ টাকা লাগে। তবে পোস্ট অফিসে শর্ত যদি গ্রাহকরা ঠিকঠাক না মানেন তাহলে গ্রাহকদের সেই টাকা থেকে ১০০ টাকা কেটে নেওয়া হতে পারে।

৩) প্রতিটি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের চেক ‘অ্যাট পার চেক’ হিসাবে গণ্য করা হবে।

Advertisements