নিজস্ব প্রতিবেদন : দেশের কৃষকদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের টাকা গত সোমবার কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। দেশের অধিকাংশ রাজ্যের কৃষকরা এই প্রকল্পের নবম কিস্তির টাকা পেলেও পশ্চিমবঙ্গে এই প্রকল্প পরে শুরু হওয়ায় তারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন।
প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা গিয়েছে এবারের এই টাকা পাঠানো হয়েছে দেশের প্রায় ৯.৭৫ কোটি কৃষকদের অ্যাকাউন্টে। এদের মধ্যে আবার পশ্চিমবঙ্গের ২৬ লাখের কিছু বেশি কৃষক রয়েছেন যারা এই সুবিধা পেয়েছেন। পশ্চিমবঙ্গে মোট ৬৮ লক্ষের বেশি কৃষক রয়েছেন। যাদের মধ্যে প্রায়ই ৪১ লক্ষ কৃষক ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। তবে তথ্যে গরমিল থাকার জন্য ৯ লক্ষ ৭০ হাজারের বেশি কৃষকের নাম বাদ পড়েছে। এমত অবস্থায় কিভাবে জানবেন আপনি এই প্রকল্পের জন্য বাছাই হয়েছেন কিনা।
এই তথ্য জানা যাবে সম্পূর্ণ অনলাইনে। তথ্য জানার জন্য যেতে হবে কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মান নিধির অফিশিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in এ। সেখানে ‘Farmers Corner’ নামে একটি অপশন থাকবে। যার মধ্যে রয়েছে একাধিক বিকল্প। তবে এই সকল বিকল্পের মধ্যে বেছে নিতে হবে ‘Beneficiary Status’।
এরপর সেখানে নিজের নাম তালিকায় উঠেছে কিনা তা দেখার জন্য দিতে হবে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অথবা মোবাইল নম্বরের মধ্যে যেকোন একটি। এরপর ‘Get Data’ তে ক্লিক করতে হবে। যদি আপনার নাম এই প্রকল্পের আওতায় নথিভূক্ত হয়ে থাকে তাহলে আপনাকে সেই তথ্য দেওয়া হবে। যদি নাম নথিভুক্ত না হয়ে থাকে তাহলে তাও জানিয়ে দেওয়া হবে।