নয়া শ্রমনীতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন থেকে ছুটির নিয়মে বদল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন শ্রমনীতির পাশাপাশি নতুন বেতনবিধি পরিকাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তবে এই সকল নীতি গত এপ্রিল মাস থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু তা সম্ভবপর হয়নি। তবে জানা যাচ্ছে এই সকল নতুন বিধি আগামী অক্টোবর মাস থেকে চালু হতে চলেছে। আর এর ফলে বেতন থেকে ছুটি একাধিক ক্ষেত্রে রদবদল আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

Advertisements

Advertisements

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, নতুন এই সকল বিধি চালু হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্জিত ছুটির সংখ্যা ২৪০ থেকে বেড়ে হয়ে যাবে ৩০০ দিন। নীতির এই বদল নিয়ে শ্রম মন্ত্রক, শ্রমিক ইউনিয়ন এবং সংস্থাগুলির সাথে আলোচনা হয়েছে। সেই সকল আলোচনার পরিপ্রেক্ষিতেই ছুটির দিন সংখ্যা বৃদ্ধির এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

এর পাশাপাশি এই বিধি অনুযায়ী বদলে যেতে পারে বেতন বিধিও। নতুন বেতন কাঠামোর পরিপ্রেক্ষিতে কমে যাবে টেক হোম স্যালারি। অর্থাৎ হাতে পাওয়া বেতনের পরিমাণ কমে যাবে। ২০১৯ সালের বেতন বিধি অনুযায়ী CTC কর্মীদের বেতন কোনভাবেই ৫০ শতাংশের কম হতে পারে না। তবে এখনো পর্যন্ত অনেক সংস্থায় মূল বেতন কমিয়ে অন্যান্য ভাতা বাড়িয়ে সংস্থার দায় কমাতে চায়। নতুন বিধি অনুযায়ী এই সকল চালাকির রাস্তা বন্ধ হয়ে যাবে।

পাশাপাশি নতুন এই বিধি অনুসারে সপ্তাহান্তে ছুটির ক্ষেত্রেও রদবদলের বিপুল সম্ভাবনা রয়েছে। দৈনিক কাজের সময় বেড়ে ছুটির সংখ্যা বাড়তে পারে। নতুন নিয়ম অনুসারে দৈনিক ১২ ঘন্টা কাজ করিয়ে সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার মতো পরিকল্পনা রয়েছে। তবে আট ঘণ্টার বেশি কাজ করার ক্ষেত্রে কোনো রকম বাধ্যবাধকতা নেই। কেউ ইচ্ছে করলেই দৈনিক ৮ ঘণ্টা কাজ করে সপ্তাহে একদিন ছুটি পেতে পারেন।

কেন্দ্র সরকারের এই নতুন নিয়ম এপ্রিল মাসেই চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারের সাথে আলোচনায় একমতে না আসার কারণেই তা সম্ভবপর হয়নি। তবে অক্টোবর মাসে খসড়া প্রস্তুত হয়ে যাওয়ার পাশাপাশি তা লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements