কাবুল ছাড়তে বাদুর ঝোলার মত মানুষ ঝুলছেন উড়ন্ত বিমানে, পড়ে মৃত ২

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তালিবানরা কাবুল দখল করবে এমনটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে এত তাড়াতাড়ি তা বাস্তবায়িত হয়ে যাবে তা হয়তো অনেকেই ভাবতে পারেন নি। যে কারণে আফগানিস্তান তৈরি হয়েছে অরাজকতা। কাবুল ছাড়ার জন্য কাতারে কাতারে মানুষ বিমানবন্দরে জড়ো হয়েছেন। এই পরিস্থিতিতে মানুষ বাসে বাদুর ঝোলার মত বিমানে ঝুলতে শুরু করেছেন। বাদুর ঝোলার মত কাবুল ছাড়তে গিয়ে ইতিমধ্যেই উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত্যু হয়েছে দুই থেকে তিন জনের।

Advertisements

মূলত আফগানিস্তানে তালেবানদের দাপাদাপি শুরু হওয়ার পরেই যেকোনো মূল্যে দেশ ছাড়ার চেষ্টায় রয়েছেন প্রত্যেকে। আর এরই পরিপ্রেক্ষিতে আফগানিস্তান ছেড়ে অন্যত্র যাওয়া মানুষদের ঠাসাঠাসি করে বিমানে উঠতে দেখা যাচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, তালিবানদের ভয়ঙ্কর শাসন থেকে নিজেদের বাঁচাতে এমন মরিয়া চেষ্টা এর আগে কখনো চোখে এসেছে কিনা জানা নেই।

Advertisements

নিজেদের তালিবান শাসন থেকে রক্ষা করতে জীবন ঝুঁকি নিয়েই কাউকে উঠে পড়তে দেখা যাচ্ছে বিমানের ইঞ্জিনে, কেউ আবার বিমানের টায়ার আঁকড়ে ধরে দেশ ছাড়ার চেষ্টা চালাচ্ছেন। ভয়ঙ্কর এবং মর্মান্তিক এই সকল দৃশ্য এখন বিশ্বের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত্যু হওয়ার এমন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisements

কাবুলের বর্তমান পরিস্থিতির একাধিক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যেসকল ভিডিওতে দেখা যাচ্ছে, আফগানিস্তানে তালিবানি শাসনের অধ্যায় শুরু হতেই প্রাণ হাতে করে দেশ ছাড়তে মরিয়া সেখানকার বাসিন্দারা। কাবুল বিমানবন্দরে উপচে পড়া ভিড়। কর্তৃপক্ষ এই ভিড় সামাল দেওয়ার চেষ্টা চালালেও কোনো লাভ হয়নি। বিমান নামতে দেখলেই রানওয়ের দিকে ছুটে যাচ্ছেন তারা। বিমানে উঠতে না পারলে শেষ পর্যন্ত টায়ার, ইঞ্জিন এসব আঁকড়ে ধরেও দেশ ছাড়ার মরিয়া প্রচেষ্টা চলছে তাদের।

Advertisements