ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেকর্ড পরিমাণ বৃষ্টির সম্মুখীন চলতি মরশুমে পশ্চিমবঙ্গ। রাজ্যজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর পাশাপাশি পশ্চিম মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যে ঘূর্ণাবর্তটি খুব তাড়াতাড়ি নিম্নচাপে রূপান্তরিত হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এর প্রভাবে উত্তর থেকে দক্ষিণ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisements

Advertisements

ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় একনাগাড়ে চলছে বৃষ্টি। অন্যদিকে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল, রবিবারের পর থেকেই বৃষ্টির দাপট বাড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সকল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisements

একটি মৌসুমী অক্ষরেখা বারানসি থেকে জামশেদপুর এবং সেখান থেকে দীঘা হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অপরদিকে পশ্চিম মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা ও অন্ধ্র উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপের চেহারা নেবে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাবে।

মূলত সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা। এর পাশাপাশি রয়েছে গুমোট গরম। এরই মাঝে মাঝেমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। শ্রীনিকেতন হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম সহ বেশ কয়েকটি জেলায়। একই ভাবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলির জন্য আলিপুর হাওয়া অফিস এমনই পূর্বাভাস দিয়েছে।

তবে এই নিম্নচাপের দরুন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমনভাবে ভারি অথবা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে না বলেই আশা করা হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements