নিজস্ব প্রতিবেদন : যে সকল উৎসবকে কেন্দ্র করে তারাপীঠে ভক্তদের সর্বাধিক আগমণ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো কৌশিকী অমাবস্যা। ওই দিন সিদ্ধি লাভের আশায় দূরদূরান্ত থেকে প্রতিবছর কাতারে কাতারে ভক্তদের আগমন হয়ে থাকে তারাপীঠ মন্দির চত্বরে। কৌশিকী অমাবস্যায় সারারাত ধরে তারাপীঠ শ্মশান নিয়ে চলে হোম যজ্ঞ। তবে গত বছর অর্থাৎ করোনা কাল থেকেই কৌশিকী অমাবস্যা নিয়ে লাগাম টানতে শুরু করেছে প্রশাসন।
চলতি বছর আগামী সেপ্টেম্বর মাসের রয়েছে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যাকে ঘিরে তারাপীঠে দূরদূরান্ত থেকে ভক্তদের আগমণের কথা মাথায় রেখে সেপ্টেম্বর মাসের ৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত তারাপীঠ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো মন্দির কমিটি এবং বীরভূম জেলা প্রশাসন। মূলত করোনা সংক্রমণ এবং তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কৌশিকী অমাবস্যায় কি আদৌ মন্দির খুলে রাখা ঠিক হবে কিনা তা নিয়ে মঙ্গলবার একটি তারাপীঠের ব্যবসায়ী, মন্দির কমিটি এবং প্রশাসনের তরফ থেকে যৌথ বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, যেহেতু করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা রয়েছে, তাই কোনভাবেই যেন পরিস্থিতি হাতের বাইরে চলে না যায় তার কথা মাথায় রেখেই সর্বসম্মতভাবে এদিন এই সিদ্ধান্ত নেওয়া হলো।
এদিন এই বৈঠক শেষে তারাপীঠ মন্দির কমিটির সদস্যদের তরফ থেকে জানানো হয়, “মন্দির সারা বছর খোলা থাকবে। কিন্তু মানুষের জীবনের কথা মাথায় রেখে এই কয়েকটা দিন মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত আমরা নিয়েছি।”