ভোট-পরবর্তী হিংসার তদন্ত করবে CBI, রায় আদালতের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার পুনরায় প্রত্যাবর্তনের পর রাজ্যজুড়ে নানান ভোট-পরবর্তী হিংসার ঘটনা ঘটতে লক্ষ্য করা গিয়েছে। এই ভোট-পরবর্তী হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। যে মামলার রায় ঘোষণা করা হল বৃহস্পতিবার।

কলকাতা হাইকোর্টের তরফ থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হলো সিবিআইকে। এদিন কলকাতা হাইকোর্টে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ এই রায় ঘোষণা করে। আদালতের তরফে জানানো হয়, ধর্ষণ সহ খুনের মামলায় তদন্ত করবে সিবিআইয়ের স্পেশাল টিম। তদন্ত কোন দিকে এগোচ্ছে তা পর্যবেক্ষণ করবে আদালত। পর্যবেক্ষণ করার জন্য সিট গঠন করা হয়েছে। আর এই সিটের দায়িত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি।

জানা গিয়েছে, কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র সহ তিন জন আইপিএস অফিসারকে নিয়ে একটি সিট গঠন করা হয়েছে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করবে এই সিট। আদালতের নির্দেশ আগামী ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি এদিন এই রায় ঘোষণার সময় বিচারপতি জানান, “আর কোনও অভিযোগ থাকলে ডিভিশন বেঞ্চে জানাতে হবে। নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হবে। রাজ্য সরকারকে শীঘ্রই ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।”

আদালতের তরফ থেকে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করার পর স্বাভাবিকভাবেই অক্সিজেন পেল রাজ্যের বিরোধী দল বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, “আদালতের উপর বিশ্বাস রয়েছে। যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবে। পুলিসের সামনে গাড়ি ভেঙেছে, আমাদের মেরেছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কোর্ট একে মান্যতা দিয়েছে। এটাই বাংলার বাস্তব পরিস্থিতি।”