নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি স্বাধীনতা দিবসের পর এক পুলিশ অফিসার ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার ভাইরাল হওয়ার মূলে রয়েছে খোল করতাল বাজিয়ে স্বাধীনতা দিবস উদযাপন। খোল করতাল বাজিয়ে দেশাত্মবোধক গান গেয়ে স্বাধীনতা দিবস উদযাপন ওই পুলিশ অফিসারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রত্যেকের মনে একটি প্রশ্ন জাগতে শুরু করে, কে এই পুলিশ অফিসার? অবশেষে খোঁজ পাওয়া গেল ওই পুলিশ অফিসারের।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই পুলিশ অফিসার হলেন উদয় কুমার সিংহ। তিনি মালদহের পাকুরিয়া গ্রামের বাসিন্দা। যদিও বর্তমানে তিনি কর্মসূত্রে রয়েছেন দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর জেলার রিজার্ভ ফোর্সের ওই পুলিশ অফিসার গান গাইতে ভালোবাসেন। পাশাপাশি তার কীর্তনের প্রতি রয়েছে আলাদা টান। আর এই থেকেই খোল করতাল বাজান। গত রবিবার তিনি স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা দিবস উদযাপনের সময় বালুরঘাটে পুলিশ রিজার্ভ অফিস চত্বরে সতীর্থদের নিয়ে গান গান।
তবে ওই পুলিশ অফিসার কখনোই বুঝতে পারেননি এইভাবে গান গাওয়ার পর তিনি ভাইরাল হয়ে যাবেন। ওই দিন গান গাওয়ার সময় সেখানে উপস্থিত এক হোমগার্ড সেই মুহূর্তের ভিডিও ক্যামেরা বন্দী করেন। তারপরেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শুধু ছড়িয়ে পড়া বললে ভুল হবে, ভিডিওটি সাধারণ মানুষের এতটাই মন কেড়েছে যে তা ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি যারাই এই ভিডিও দেখেছেন তাদের অধিকাংশের মধ্যেই একটি প্রশ্ন ‘কে এই পুলিশ অফিসার?’ ভিডিও কমেন্ট বক্সের দিকে রাখলেই এইসকল অজস্র প্রশ্ন ফুটে উঠতে লক্ষ্য করা যাবে। আর এমন ভাইরাল হওয়া পুলিশ অফিসারের শেষমেশ পরিচয় সামনে আসার ফলে বহু নেটিজেনদেরই কৌতুহল মিটলো।