বিদ্যুত খরচের বিলের ক্ষেত্রে আসছে নতুন পদ্ধতি, ডেডলাইন বেঁধে দিল কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে বিভিন্ন রাজ্যে বিদ্যুতের বিলের ক্ষেত্রে যে পদ্ধতি রয়েছে তা নিয়ে অনেকেরই ক্ষোভ রয়েছে। বিদ্যুৎ খরচ করার পর অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় এমন বিল আসে তা দেখে চক্ষুচড়কগাছ হয়ে ওঠে গৃহস্থালিদের। কখনো কখনো অঙ্কটা এমন জায়গায় পৌঁছে যায় যে সেই বিল মেটানোর জন্য মাথায় হাত পড়তে লক্ষ্য করা যায়। আর এবার এই সম্পূর্ণ পদ্ধতিতে বদল ঘটতে চলেছে। নতুন পদ্ধতি আনছে কেন্দ্র, আর সেই পদ্ধতি দেশের প্রতিটি রাজ্যে চালু করার জন্য ডেডলাইনও বেঁধে দিয়েছে কেন্দ্র।

Advertisements

Advertisements

নতুন যে পদ্ধতি আনা হচ্ছে তাতে বিদ্যুৎ ব্যবহার করার জন্য বসবে প্রিপেড মিটার। যেখানে আগে থেকেই ব্যবহারকারীদের টাকা ভরে রাখতে হবে। অনেকটা প্রিপেড মোবাইল রিচার্জের মত। টাকা বা টপ-আপ ধরে রাখার পর সেই টপ-আপ থেকেই ধীরে ধীরে বিদ্যুতের খরচ অনুযায়ী বিল কেটে নেওয়া হবে। গত মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সরকার।

Advertisements

বিদ্যুতের এই প্রিপেড মিটারকে আবার স্মার্ট মিটারও বলা হচ্ছে। এই মিটারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের চাহিদা অনুযায়ী খরচ করতে পারবেন। অসুবিধা একটাই, তাহলে আগে থেকে টাকা বা টপ-আপ করে রাখতে হবে। কিন্তু এর সুবিধা অনেকগুলি। আপনার কত টপ-আপ রয়েছে সেই অনুযায়ী বুঝে বিদ্যুৎ খরচ করা যাবে। পাশাপাশি পরে বিল এলে অনেকের মধ্যেই যে ক্ষোভ থাকে বেশি বিল এসেছে এমনটা সেই ক্ষোভের জায়গা আর থাকবে না। অন্যদিকে টপ-আপ শেষের দিকে পৌঁছালেই আগাম অ্যালার্ট দিয়ে দেওয়া হবে।

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফ থেকে গোটা দেশের প্রতিটি ঘরে ঘরে এই স্মার্ট মিটার লাগানোর জন্য সর্বোচ্চ সময়সীমা ২০২৫ সাল বেঁধে দিয়েছে। তবে ইতিমধ্যেই বেশ কিছু জায়গাতে এই স্মার্ট মিটার লাগানো হয়েছে, এমনকি কলকাতার মত শহরেও বেশ কিছু জায়গায় এই স্মার্ট মিটার লক্ষ্য করা যাচ্ছে।

Advertisements