নিজস্ব প্রতিবেদন : পেশা আর পোশাক, এই দুটি জিনিস দেখে কারোর বাছবিচার করাটা যুক্তিযুক্ত নয়। ঠিক এমনটাই ফের একবার প্রমাণিত হলো ভবঘুরে এক বৃদ্ধার মুখ থেকে বেরিয়ে আসা গড়গড়ে ইংরেজিতেই। জীর্ণ বাস আর ধস্ত চেহারার আড়ালে তার লুকিয়ে থাকা অজানা কাহিনীতে হতবাক হলেন নেটিজেনরা।
শচীনা হেগার নামে এক মহিলা সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে দুটি ভিডিও আপলোড করেছেন। যে দুটি ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরের এক বৃদ্ধা মহিলা গড়গড় করে ইংরেজি বলে যাচ্ছেন। জানা গিয়েছে ওই বৃদ্ধা মহিলা একজন কাগজকুড়ানী। আর এই কাগজকুড়ানীর মুখ থেকে এমন গড়গড়ে ইংরেজি শুনে এইসকল পেশার সাথে যুক্তদের সম্পর্কে স্বাভাবিক ধ্যান-ধারণা মুহূর্তে ভেঙে গিয়েছে নেটিজেনদের। ইংরেজিতে নিজের সম্বন্ধে বলার পাশাপাশি তাঁর মুখ থেকে শোনা গিয়েছে ঈশ্বর স্তুতি। ওই মহিলার নাম জানা গিয়েছে সেসিলা মার্গারেট লরেন্স।
এখানেই শেষ নয়, জানা গিয়েছে ওই মহিলা দীর্ঘ সাত বছর ধরে জাপানে কাটিয়ে এসেছেন। আর এই মহিলার দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই স্বাভাবিকভাবেই তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।