আড়াই মাস পরেও ইনকাম ট্যাক্স পোর্টালে সমস্যা, কড়া ব্যবস্থার পথে কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইনকাম ট্যাক্স পোর্টালের প্রযুক্তিগত পরিবর্তন করতে গিয়েই যত সমস্যা। কেন্দ্রের আয়কর দপ্তরের তরফ থেকে তাদের পোর্টালের পরিবর্তন করার ঘোষণা করেছিল। নতুন পোর্টালে একাধিক সুবিধার কথা জানানো হয়েছিল। যে সকল সুবিধার মধ্য দিয়ে আয়কর দাতারা অতি সহজেই নিজেদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। ঘোষণা মত সবকিছু পরিবর্তনও হয়েছে, তবে পোর্টালের সমস্যা এখনো মেটেনি। আর এরই পরিপ্রেক্ষিতে এবার কড়া ব্যবস্থা গ্রহণের পথে হাঁটতে পারে কেন্দ্র, এমনটাই মনে করা হচ্ছে।

Advertisements

দেশকে আত্মনির্ভর করে তোলার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। সেইমতো পরিবর্তন আনা হয়েছে আয়কর রিটার্নের ওয়েবসাইটেও। যেখানে বর্তমানে অনলাইনেই জমা দেওয়া যাবে আয়করের টাকা। তবে গত ৭ জুন আনুষ্ঠানিকভাবে এই নতুন ওয়েবসাইটের উদ্বোধন হওয়ার পর থেকেই কোনো না কোনো প্রযুক্তিগত সমস্যা রয়েই গেছে। গত জুন মাসেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সমস্যা সমাধানের জন্য নির্দেশ দিয়েছিলেন।

Advertisements

তবে দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় অবশেষে ইনফোসিস কর্তাকে সমন পাঠালো আয়কর দপ্তর। আয়কর দপ্তরের তরফ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, “কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে ইনফোসিসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সলিল পারেখকে আগামী ২৩ আগস্ট হাজির হতে বলা হয়েছে। নতুন ওয়েবসাইট প্রকাশের আড়াই মাস পরেও কেন প্রযুক্তিগত সমস্যার সমাধান হয়নি, সে বিষয়ে সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে জবাবদিহি করতে হবে। গত ২১ আগস্ট থেকে সাইটটি দেখাও যাচ্ছে না।”

Advertisements

আয়কর জমা দেওয়ার নতুন ওয়েবসাইট সম্প্রতি এমন সমস্যার সম্মুখীন হওয়ার পর বারংবার ওয়েবসাইট প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা হয়নি। আর এমত অবস্থায় এই সমন বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisements