নিজস্ব প্রতিবেদন : করোনাকালে দীর্ঘ হাজার বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে কবে খুলবে স্কুল, তাই এখন লাখ টাকার প্রশ্ন। পুনরায় রাজ্যে স্কুল খোলা নিয়ে দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর পর স্কুল খোলা হবে। আর এদিন পুনরায় এই স্কুল খোলা নিয়ে মুখ খুললেন তিনি।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানান, “আপাতত সামনে পুজোর ছুটি রয়েছে। তারপর দীপাবলি এবং ভাইফোঁটার ছুটি থাকবে স্কুলে। তাই তার আগে তো স্কুল খোলা যাবে না। এক্ষেত্রে করোনার তৃতীয় ঢেউকে মাথায় রাখতে হবে। সব ঠিকঠাক থাকলেই পুজোর পর স্কুল খুলতে পারে।” অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল খোলা নিয়ে আগে যে মত পোষণ করেছিলেন সেই মতই পুনরায় পোষণ করলেন।
তিনি এদিন আরও জানান, “বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি ঠিকঠাকই আছে। এক শতাংশের কাছাকাছি রয়েছে সংক্রমণ। তবে করোনার তৃতীয় ঢেউ এলে কি হবে জানা নেই। পরিস্থিতি ঠিক থাকলেই দিপাবলীর পর স্কুলের দরজা খুলে দেওয়া হবে পড়ুয়াদের জন্য।”
প্রসঙ্গত, দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে স্কুল। কোভিড স্বাস্থ্যবিধি মেনে সেই সকল স্কুলে পড়াশোনা শুরু হয়েছে। তবে স্কুল খুলে দেওয়া হলেও বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ বেড়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল খোলা নিয়ে চিন্তিত।
অন্যদিকে আবার পুনরায় স্কুল খোলার দাবিতে একাধিকবার রাজ্যের একাধিক রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভরত এই সকল সংগঠনের দাবী, অবিলম্বে স্কুল খোলা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামলেন তারা।