উপস্থিত বুদ্ধিতেই কামাল, জ্বলন্ত ফ্ল্যাট থেকে উদ্ধার দুই শিশু

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। অতর্কিতে এমন বিপদ ঘনিয়ে আসার নামই হলো দুর্ঘটনা। তবে এই সকল দুর্ঘটনা থেকে বহু সময় বহু মানুষকে বরাতজোরে রক্ষা পেতে দেখা যায়। আর সেই রক্ষা পাওয়া দেখে অনেকেই বলে থাকেন ‘রাখে হরি মারে কে?’। তবে এই রক্ষা করার জন্য সব সময় যে স্বয়ং হরিকে আসতে হবে এমন কোন কথা নেই। এমনটাই প্রমাণ করলেন কয়েকজন যুবক। ওই যুবকেরা তাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে একটি জ্বলন্ত ফ্ল্যাট থেকে দুই শিশুকে রক্ষা করলেন।

Advertisements

যুবকদের এমন উপস্থিত বুদ্ধির সেই মুহূর্ত ক্যামেরাবন্দী হয়। যার পরেই ক্যামেরা বন্দী হওয়া সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিও থেকে জানা গিয়েছে ঘটনাটি চীনের। সেখানকার ওই যুবকরা নিজেদের মধ্যে মানবসিঁড়ি তৈরী করে জ্বলন্ত ফ্ল্যাট থেকে ওই দুই ফুটফুটে শিশুকে প্রাণ দিয়েছেন।

Advertisements

জানা গিয়েছে, চীনের হুনান প্রদেশের একটি আবাসনে হঠাৎ আগুন ধরে যায়। ওই ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। এরই মাঝে লক্ষ্য করা যায় ওই ফ্ল্যাটের মধ্যে দুই ফুটফুটে শিশু রয়েছে। তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও ওই দুই শিশুর প্রাণ বাঁচাতে ওই যুবকেরা দমকল বাহিনীর অপেক্ষা না করে নিজেরাই ঝাঁপিয়ে পড়েন।

Advertisements

ছয় যুবকের মধ্যে প্রথম একজন গ্রিল বেয়ে ওই শিশুরা যেখানে ছিলেন সেই বেলকনির কাছাকাছি যান। তারপর বাকিরাও ঠিক তার পর পর গ্রিল ধরে মানুষ সিঁড়ি বা চেন তৈরি করেন। তারপর অনায়াসেই ওই দুই শিশুকে উদ্ধার করতে সক্ষম হন তারা। ওই দুই শিশুকে উদ্ধার করার মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। যাওয়ার পর এই কাজ আরও সহজ হয়ে যায়।

Advertisements