বাপরে বাপ, রাস্তায় বিশাল অ্যানাকোন্ডা, হইচই এলাকায়

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বন্যপ্রাণীদের ভিডিও একাধিক সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আসলে এই সকল প্রাণীদের প্রতি সাধারণ মানুষের কৌতূহল এবং আকর্ষণের কারণেই তা সহজে ভাইরাল হয়। এসবের মধ্যে সবথেকে বেশি ভাইরাল হতে দেখা যায় সাপের ভিডিও। কারণ সাপ মানুষদের কাছে যতটাই ভয়ের, ততটাই কৌতূহলের।

Advertisements

সম্প্রতি এমনই একটি সাপের ভিডিও হইচই তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বিশাল অ্যানাকোন্ডা সাপ রাস্তা পার হচ্ছে। আর সেই সাপটি রাস্তা দিয়ে পার হওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে এলাকার বাসিন্দাদের মধ্যে এবং পথচারীদের মধ্যে চাঞ্চল্য ছড়াতে। ‘বাপরে বাপ, এত বড় সাপ’ দেখিয়ে স্বাভাবিকভাবেই পথচারীরা থেমে যাওয়ার পাশাপাশি রাস্তা দিয়ে যাওয়া যানবাহনও থেমে যেতে বাধ্য হচ্ছে।

Advertisements

এই ভিডিওটি শেয়ার করা হয়েছে ‘অ্যানিম্যাল ভেনচার’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই সাপটি রাস্তা দিয়ে পার হওয়ার সময় সাধারণ মানুষদের মধ্যে ছবি তোলার হিড়িক পড়ে যায়। এমত অবস্থায় মানুষের দৃষ্টি আকর্ষণ করলেও ওই সাপটি কারোর কোন ক্ষতি করেনি। সাপটি যখন রাস্তা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পার হচ্ছিল সেই সময় ওই রাস্তা দিয়ে যাওয়া গাড়িগুলি থেমে যায় এবং সাপটি ডিভাইডারের উপর দিয়ে অন্যত্র চলে যায়।

Advertisements

এমনকি সাপটি যাতে সুষ্ঠুভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তার জন্য ঘটনাস্থলে উপস্থিত জনতার অন্যান্য গাড়িদের হাত দেখিয়ে আমার নির্দেশ দিতেও দেখা যাচ্ছে ভিডিওতে। অন্যদিকে যে অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে জানা যাচ্ছে ভিডিওটি ব্রাজিলের কোন একটি রাস্তার। যদিও এই ঘটনা কবে ঘটেছে তা উল্লেখ করা হয়নি।

Advertisements