বিনামূল্যে জমি, কোয়াক ডাক্তারদের পদোন্নতি, একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা টের পাওয়া গিয়েছিল গত সপ্তাহেই। যে সময় তিনি জানিয়েছিলেন, প্রতি বৃহস্পতিবার অথবা ১৫ দিন অন্তর অন্তর তিনি এসএসকেএম হাসপাতালে বসবেন। আর এরপর এদিন প্রথম প্রশাসনিক কর্তা এবং চিকিৎসকদের সাথে বৈঠক করে একগুচ্ছ ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের এই ঘোষণা মূলত রাজ্যের চিকিৎসক এবং নার্সদের জন্য। এর পাশাপাশি কোয়াক ডাক্তারদের জন্যও সুখবর দিয়েছেন।

Advertisements

Advertisements

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন, রাজ্যের চিকিৎসক এবং নার্সদের বিনামূল্যে জমি দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত এই প্রকল্পের জন্য হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে ১০ একর জমি বরাদ্দ করতে বলেছেন। এই জমি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অন্যদিকে যে সকল নার্সরা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের পদোন্নতি এবং কোয়াক ডাক্তারদের, যারা ভালো কাজ করছেন তাঁদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাজে লাগানোর কথা ঘোষণা করলেন।

Advertisements

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফিরহাদ হাকিমকে বলেন, ১০ একর জমি খুঁজে বের করে দিতে। যেখানে ডাক্তার এবং নার্সরা চাইলে নিজেরা তাদের বাড়ি বানিয়ে নিতে পারবেন। জমিটা বিনা পয়সায় দেওয়া হবে আর হাউসিংটা তারা নিজেরা তৈরি করে নেবে।

এর পাশাপাশি তিনি জানান, যে সকল নার্সরা অভিজ্ঞতা সম্পন্ন তাদের পদোন্নতি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদোন্নতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “যে সকল নার্সরা চিকিৎসার বিষয়ে পোক্ত হয়ে গিয়েছেন, তাঁদের প্রশিক্ষণের অধীনে থাকা চিকিৎসক বা ‘প্র্যাক্টিশনার সিস্টার’ হিসেবে ব্যবহার করা হবে। এর জন্য নতুন গাইডলাই তৈরি করা হবে।” মূলত রাজ্যে চিকিৎসকদের অভাব মেটাতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কোয়াক ডাক্তারদের এখন গ্রামাঞ্চলে ব্যবহার করার জন্য গাইড লাইন তৈরি করা হচ্ছে। যদিও তাদের ডাক্তারের স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তবে গাইডলাইন মেনে তাদের কাজে লাগানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।

Advertisements