এই কাজটি না করলেই EPF অ্যাকাউন্টে ঢুকবে না টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : EPF হল কর্মচারীদের সঞ্চয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান। যেখানে একজন কর্মচারীদের বেতনের একটি অংশ কেটে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হয়। পাশাপাশি কর্মচারীর বেতন থেকে যে পরিমাণ অর্থ সঞ্চয় করা হয়, সমপরিমাণ অর্থ ওই কর্মচারির কর্মরত সংস্থা থেকে কর্মীর ভবিষ্যতের জন্য দেওয়া হয়। তবে এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যদি নির্দিষ্ট সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এই কাজটি না করা হয়ে থাকে।

Advertisements

Advertisements

সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি EPFO গ্রাহকদের তাদের ইউনিভার্সেল অ্যাকাউন্ট নম্বরের (UAN)সাথে সত্ত্বর আধার লিঙ্ক করাতে হবে। এই আধার লিঙ্ক করানোর অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে ৩১ আগস্ট। আর এই সময়ের মধ্যে যদি গ্রাহকরা তাদের UAN নম্বরের সাথে আধার লিঙ্ক না করেন তাহলে আর টাকা জমা হবে না।

Advertisements

আধার লিঙ্ক রয়েছে কিনা বুঝবেন কিভাবে?

আপনার UAN নম্বরের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা তা বোঝার জন্য https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ ওয়েবসাইটে গিয়ে নিজের UAN নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর ‘Manage’ ট্যাবে ‘KYC’ অপশন বেছে নিন। সেখানে ভেরিফাইড ডকুমেন্ট লক্ষ্য করুন। যদি সেখানে আপনার আধার নম্বর ‘Approved’ দেখায় তাহলে জানবেন আপনার আধার লিঙ্ক হয়ে আছে।

আধার লিঙ্ক হয়ে না থাকলে কিভাবে করবেন?

একইভাবে আগের মত একি ওয়েবসাইটে গিয়ে লগইন করার পর ‘Manage’ ট্যাবে ‘KYC’ অপশন বেছে নিতে হবে। তারপর নিজের তথ্য দিতে আধার অপশন বেছে নিন। এরপর নিজের আধার নম্বর দিয়ে ‘Save’ বটনে ক্লিক করে দিন। এরপর ‘Pending KYC’ দেখাবে। এরপর নিয়োগকারীর ছাড়পত্র এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ছাড়পত্রের পরেই হয়ে যাবে আধার লিঙ্ক।

Advertisements