জনধন অ্যাকাউন্ট থাকলেই মিলবে দুটি গুরুত্বপূর্ণ বিমার সুবিধা, ঘোষণা কেন্দ্রের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের ১৫ আগস্ট জনধন যোজনার ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের প্রতিটি মানুষকে প্রকল্পের আওতায় আনার ঘোষণা করা হয়েছিল। জনধন যোজনা প্রকল্পের উদ্বোধন সাত বছর পার করলো। বর্তমানে প্রায় ৪৩ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পান।

Advertisements

Advertisements

শনিবার এই জনধন যোজনা অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি সুখবর দেন। তিনি বলেন, জনধন যোজনার গ্রাহকদের এবার থেকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে আনা হবে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিষয়ে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisements

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার অধীনে যৎসামান্য অর্থ ব্যয় পাওয়া যায় দু’লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। হিসেব অনুযায়ী প্রতিদিন এক টাকারও কম ব্যয় করতে হয়। অন্যদিকে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে বছরে মাত্র ১২ টাকা ব্যয়ে পাওয়া যায় দু’লক্ষ টাকা পর্যন্ত কভারেজ। দুর্ঘটনায় মৃত্যু অথবা বিকলাঙ্গ হয়ে গেলে পাওয়া যায় দু’লক্ষ টাকা। অন্যদিকে আংশিকভাবে বিকলাঙ্গ হয়ে গেলে পাওয়া যায় এক লক্ষ টাকা।

প্রধানমন্ত্রী জনধন যোজনা আওতায় নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য আবেদনকারীরা ইচ্ছে করলে জনধন যোজনা প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট https://pmjdy.gov.in/ থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন। এছাড়াও নিকটবর্তী বিভিন্ন ব্যাঙ্কের শাখা এবং ওয়েবসাইট থেকেও এই ফর্ম পাওয়া যাবে। সেই ফর্ম ফিলাপ করে ব্যাঙ্কে জমা দেওয়ার মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যায়। এই অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকদের কোন রকম টাকা খরচ করতে হয় না অথবা এর কোন ন্যূনতম ব্যালেন্স মেন্টেন করার প্রয়োজন নেই।

Advertisements