১ সেপ্টেম্বর থেকে চেক মারফত লেনদেনে বদল, লাগু হচ্ছে নয়া বিধি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ছাড়া চেক মারফত লেনদেন হল অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। যে কারণে চেক মারফত লেনদেনের ক্ষেত্রে কোন রকম নিয়মে পরিবর্তন হলে তা গ্রাহকদের জেনে রাখা অত্যন্ত জরুরী। তাতে কোনরকম অসুবিধার সম্মুখীন হতে হবে না তাদের।

Advertisements

Advertisements

জানা যাচ্ছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের বেশিরভাগ ব্যাঙ্ক চেক মারফত লেনদেনের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম লাগু করতে চলেছে। এই পজিটিভ পে সিস্টেম চালু হবে চেক মারফত ৫০০০০ বা তার বেশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে। সুতরাং নির্বিঘ্নে এই আর্থিক লেনদেন করার ক্ষেত্রে এই পজিটিভ পে সিস্টেম সম্পর্কে জেনে রাখা দরকার।

Advertisements

অ্যাক্সিস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ আরও একাধিক ব্যাঙ্ক ১ সেপ্টেম্বর থেকে এই পজিটিভ পে বাধ্যতামূলক করতে চলেছে বলেই জানা যাচ্ছে। বাধ্যতামূলক হলে ৫০০০০ টাকা অথবা তার বেশি চেক দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের বিশদ বিবরণ দিতে হবে। বিশদ বিবরণ না দেওয়া হলে চেক ক্যান্সেল হতে পারে এবং লোকসানের মুখে পড়তে হতে পারে গ্রাহকদের।

তবে দেশের বিভিন্ন ব্যাঙ্ক এই পজিটিভ পে সিস্টেম লাগু করার ক্ষেত্রে ভিন্ন ধরনের টাকার অঙ্ক রেখেছে। যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০০০০ টাকার উপরে লেনদেনের ক্ষেত্রে চালু করছে পজেটিভ সিস্টেম। আবার অ্যাক্সিস ব্যাঙ্ক পজিটিভ পে সিস্টেম চালু করছে পাঁচ লক্ষ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের প্রতিটি ব্যাঙ্ককে এই পজিটিভ পে সিস্টেম চালু করার নির্দেশ দিয়েছে।

Advertisements