নিজস্ব প্রতিবেদন : কাটমানি আর স্বজনপোষণ এই দুয়ের মতো মারাত্মক অভিযোগ রয়েছে শাসকদল তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে। ভুরিভুরি এই অভিযোগ নিয়ে একসময় খোদ মুখ খুলতে দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে ঘটনার পর রাজ্যজুড়ে সরগরম পরিস্থিতি তৈরি হয়। রাজ্যের প্রায় প্রতিটি এলাকা থেকেই কাটমানি খাওয়ার অভিযোগ উঠতে শুরু করে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। আর এবার এই সকল ঘটনায় রাশ টানতে তৃণমূলের তরফ থেকে দুর্নীতি দমন কমিটি তৈরি করা হলো।
দুর্নীতি দমন কমিটি গঠন করার মত এমন নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে পূর্ব মেদিনীপুর তৃণমূল নেতৃত্ব। জেলার সাংগঠনিক বর্ধিত সভায় দলকে স্বচ্ছ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এগরায় আয়োজিত এই সভায় মন্ত্রী অখিল গিরি সহ অন্যান্য বিধায়কদের উপস্থিতিতে এই সিদ্ধান্তে উপনীত হয় সাংগঠনিক বর্ধিত সভায় উপস্থিতেরা।
তবে এমন কমিটি গঠন করা নিয়ে নানান প্রশ্নও উঠছে রাজনৈতিক মহলে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা মনে করছেন, ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিলি থেকে শুরু করে সরকারি নানান প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার ভিত্তিতে দুর্নীতির অভিযোগ উঠতে লক্ষ্য করা যাচ্ছে। আর এই সকল দুর্নীতির অভিযোগে স্বাভাবিকভাবেই নাম জড়াচ্ছে শাসক দলের নেতাকর্মীদের।
এই সকল ঘটনায় অনেকেই দোষী প্রমাণিতও হয়েছেন। অনেকে আবার তালিকা ধরে ধরে টাকা ফেরত দিয়েছেন, অনেকে আবার শোকজও হয়েছেন। তবে তার পরেও এই সকল ঘটনার প্রবণতা তেমন কমেনি বলেই জানা যাচ্ছে। যে কারণে এই সকল অস্বস্তি এড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।