নিজস্ব প্রতিবেদন : তৃণমূল তৃতীয়বার রাজ্যের শাসনে প্রত্যাবর্তন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা সংক্রমণ ঠেকাতে একাধিক পদক্ষেপ নিয়েছেন। এই সকল পদক্ষেপের মধ্যে যেমন রয়েছে একাধিক ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ ঠিক তেমনি ব্যাঙ্ক খুলে রাখার সময়সীমাও কমিয়ে দেওয়া হয়েছিল। প্রথমদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং পরে তা সকাল ১০ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত খুলে রাখা হচ্ছিল। আর এবার এই ব্যাঙ্ক খুলে রাখার সময়সীমার পরিবর্তন আনতে নির্দেশ দিলেন তিনি।
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানাগড় থেকে ঘোষণা করে জানালেন, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে পূর্ণ সময়ের জন্য খোলা থাকবে ব্যাঙ্কের শাখা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য প্রয়োজন হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করাতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে বর্তমানে সকাল ১০ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত ব্যাঙ্কের শাখা খোলা রাখার কারণে গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। অন্যদিকে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ।
রাজ্যে দুয়ারে সরকার প্রকল্প চলাকালীন প্রায় প্রতিদিন কয়েক হাজার মানুষ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করছেন। এই আবেদন করার ক্ষেত্রে যে সকল আবেদনকারীদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদের নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করাতে হচ্ছে। ফলতো স্বাভাবিকভাবেই ভিড় বাড়ছে ব্যাঙ্কের শাখাগুলিতে। এর পাশাপাশি ব্যাঙ্কের সময়সীমা কম থাকায় ব্যাঙ্ক কর্মীদের মধ্যেও যেমন চাপ বাড়ছে ঠিক তেমনি গ্রাহকদের মধ্যেও তৈরি হচ্ছে তাড়াহুড়ো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মহলের একাংশের মনে করছেন, পূর্ণ সময়ের জন্য ব্যাঙ্কের শাখা খোলা থাকলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন ঠিক তেমনই ব্যাঙ্কের কর্মীদেরও বাড়তি চাপ কিছুটা কমবে।