রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর বিশেষ সুযোগ করে দিলো রাজ্য সরকার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকার তড়িঘড়ি চালু করেছে ‘এক দেশ এক রেশন কার্ড’ ব্যবস্থা। আর এই ব্যবস্থা চালু করার পরিপ্রেক্ষিতে বাধ্যতামূলক হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো। ইতিমধ্যেই এই প্রক্রিয়া চলছে রাজ্যজুড়ে।

Advertisements

Advertisements

তবে বিভিন্ন অসুবিধা থাকার কারণে এখনো পর্যন্ত বহু গ্রাহকেরাই তাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারেন নি। রাজ্য সরকারের তরফ থেকে গ্রাহকদের সুবিধার জন্য রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর ক্ষেত্রে আরও একটি বিশেষ সুযোগ করে দেওয়া হলো।

Advertisements

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যতদিন দুয়ারে সরকার কর্মসূচি চলবে ততদিন গ্রাহকরা সেই সকল দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারবেন। এর পাশাপাশি এই ক্যাম্পে গ্রাহকরা চাইলে নতুন রেশন কার্ড করানোর জন্য আবেদন, ঠিকানা বদল ইত্যাদি কাজ করাতে পারবেন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের যে সকল জায়গায় বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে সেই সকল ক্যাম্পে গিয়ে রেশন কার্ড উপভোক্তারা নির্দিষ্ট কাউন্টারে গিয়ে বায়োমেট্রিকের মাধ্যমে নিজেদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারবেন। তবে যে সকল শিশুদের নামে রেশন কার্ড রয়েছে অথচ তাদের বায়োমেট্রিক নেই তাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এই ক্যাম্পে হবে না।

দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই সকল ক্যাম্পে রেশন কার্ডের অধিকাংশ কাজ করা হলেও বায়োমেট্রিক ছাড়া রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর জন্য উপভোক্তাদের যেতে হবে রেশন দোকানেই।

Advertisements