নিজস্ব প্রতিবেদন : চলতি বছর ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার সময় ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়মের পরিবর্তনের কথা ঘোষণা করেন। সেই সকল নিয়মের মধ্যে ছিল ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থাকে আরও সহজ এবং সরলীকরণ করার।
এর পাশাপাশি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে মুক্তি দেওয়া হয় দেশের সেই সকল নাগরিকদের, যারা ইতিমধ্যেই নিজেদের বয়স ৭৫ পার করেছেন। আর এই ঘোষণা মত এবার সেই বিস্তর নিয়ম প্রকাশ করলো আয়কর দপ্তর। নিয়ম অনুযায়ী জানা যাচ্ছে এই বয়সের নাগরিকদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হবে না পরিবর্তে কেবলমাত্র একটি ফর্ম ফিলাপ করতে হবে। পাশাপাশি এই ক্ষেত্রে যদি কোন টাকা প্রাপ্য থাকে তাহলে ব্যাঙ্কগুলি হিসাব করে তা কেটে নেবে।
বাজেটে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, ৭৫ অথবা তার বেশি বয়সী নাগরিকদের পেনশন অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট যদি একই ব্যাঙ্কের অ্যাকাউন্টে হয়ে থাকে তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে না। অর্থাৎ ঘোষণা অনুযায়ী ফিক্সড ডিপোজিটের সুদের অর্থ আসতে হবে পেনশন অ্যাকাউন্টেই।
এই শর্তের সাথে যাদের সামঞ্জস্য রয়েছে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে এই সুবিধা নেওয়ার জন্য গ্রাহককে একটি সেল্ফ ডিক্লারেশন ফর্ম ফিলাপ করতে হবে। এমনটাই এবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস-এর তরফ থেকে জানানো হয়েছে, এই সমস্ত নাগরিকদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য ওই সেল্ফ ডিক্লারেশন ফর্ম ফিলাপ করে জমা করতে হবে ওই ব্যাঙ্কে যেখানে গ্রাহকের পেনশন অ্যাকাউন্ট রয়েছে। তাহলে নতুন করে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার প্রয়োজন নেই, পরিবর্তে সরকারের যদি কোন কর প্রাপ্য থাকে তাহলে ব্যাঙ্কগুলি হিসাব করে তা কেটে নেবে। এক্ষেত্রে যে ফর্মের কথা বলা হয়েছে সেটি হল 12BBA।