মোদির মাস্টারস্ট্রোক, বাড়ানো হলো শস্যের ন্যূনতম সহায়ক মূল্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের নতুন কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে চলছে কৃষক বিক্ষোভ। যে কৃষক বিক্ষোভ দেশ ছাড়িয়ে বিদেশেও শোরগোল তৈরি করেছে। গত বছর থেকে শুরু হওয়া এই কৃষক বিক্ষোভ এখনো প্রশমিত হয় নি। পাশাপাশি বিক্ষোভরত এই কৃষকদের তরফ থেকে লাগাতার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে কেন্দ্রকে অবিলম্বে এই আইন বাতিল করার জন্য। তবে এ মত অবস্থাতেই মোদির মাস্টারস্ট্রোকে বাড়ানো হলো শস্যের ন্যূনতম সহায়ক মূল্য।

Advertisements

Advertisements

কেন্দ্রের তরফ থেকে নতুন মরশুমে রবি শস্যের উপর এই সহায়ক মূল্য বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে রবি শস্যের মধ্যে উল্লেখযোগ্য গমের ক্ষেত্রে ২% সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। গম ছাড়াও অন্যান্য একাধিক রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Advertisements

আগে যেখানে সরকারের তরফ থেকে কুইন্টাল প্রতি গম কেনা হতো ১৯৭৫ টাকায় এখন এই নিয়ম কার্যকরী হওয়ার পর থেকে তা কেনা হবে ২০১৫ টাকায়। অর্থাৎ হিসেব অনুযায়ী কুইন্টাল প্রতি গমের নূন্যতম সহায়ক মূল্য বাড়ছে ৪০ টাকা।

এছাড়াও বার্লি, ছোলা, মুসুর ডাল, সরষে এবং সূর্যমুখীর উপরও ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্লির ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ১,৬০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৬৩৫ টাকা। অর্থাৎ এ ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ছে ৩৫ টাকা। কুইন্টাল প্রতি ছোলার ন্যূনতম সহায়ক মূল্য ১৩০ টাকা বাড়ানো হয়েছে। ছোলার ন্যূনতম সহায়ক মূল্য হচ্ছে ৫ হাজার ২৩০ টাকা। সূর্যমুখীর দানার ক্ষেত্রে কুইন্টালে নূন্যতম সহায়ক মূল্য বেড়েছে ১১৪ টাকা।

মুসুর ডাল ও সরষের উপর ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি বাড়ানো হয়েছে ৪০০ টাকা বাড়ানো হয়েছে। নতুন অর্থবর্ষে কুইন্টাল পিছু ন্যূনতম সহায়ক মূল্য করা হয়েছে যথাক্রমে ৫,৫০০ টাকা ও ৫,০৫০ টাকা।

নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের একাংশের মধ্যে প্রথম থেকে আশঙ্কা ছিল, এই নতুন কৃষি আইনের ফলে ফসলের উপর বেসরকারি সংস্থা অধিকার চলে আসবে। যার ফলে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন। কিন্তু নতুন কৃষি আইন নিয়ে কেন্দ্রের তরফ থেকে বারংবার এনিয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তবে তার পরেও কৃষকদের একটাই দাবি এই আইন প্রত্যাহার করতে হবে।

Advertisements