নিজস্ব প্রতিবেদন : হঠাৎ বিশ্বজুড়ে নেটদুনিয়ায় শিহরণ ফেলে দিয়েছে শ্রীলঙ্কার পপ গায়িকা ইয়োহানি ডি সিলভারর গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’। সিংহলি ভাষা গাওয়া এই গানের অর্থ বহু মানুষের কাছে বোধগম্য না হলেও এর সুর এবং তাল মানুষের মন জয় করেছে।
নেটদুনিয়ায় এই গানটি শিহরণ ফেলে দেওয়ার পর থেকেই অনেকেই আবার তা নিজেদের মতো করে গাইতে শুরু করেছেন। এই সকল কাদের মধ্যে যেমন রয়েছেন সেলিব্রিটিরা তেমনি রয়েছেন আমজনতারাও। তবে প্রত্যেকের ক্ষেত্রেই এই গান ভাইরাল হয়েছে।
অন্যদিকে এযাবত কেবলমাত্র এই গান নিজেদের মতো করে অন্যান্য তারকা অথবা অন্যান্যদের গাইতে লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু এই গানে এখনো পর্যন্ত কোনো তারকা নেচে দেখান নি। এবার সেটাই করে দেখালেন বাংলার শ্রীতমা বৈদ্য।
সোশ্যাল মিডিয়া থেকে জানা যাচ্ছে, ‘মানিকে মাগে হিথে’ গানে নেচে আলাদা মাত্রা এনে দেওয়া শ্রীতমা হলেন দক্ষিণ কলকাতার যুবতী। এর আগে তিনি একাধিক মিউজিক ভিডিও অ্যালবামে অভিনয় করেছেন। সম্প্রতি ‘মানিকে মাগে হিথে’-র ম্যাশআপ ভিডিওটি আপলোড করা হয়েছে গত ২৯ আগস্ট। ভিডিওটি আপলোড হওয়ার পর থেকেই ভাইরাল হয়। ইতিমধ্যেই এই ভিডিওটি ৮ লাখের কাছাকাছি মানুষ দেখেছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ‘মানিকে মাগে হিথে’ দিয়ে শুরু হলেও মাঝে ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘তোমায় হৃদমাঝারে রাখব’, ‘লাল পাহাড়ির দেশে যা’-র মতো একাধিক গানের টুইস্ট। শেষে আবার গানটি শেষ হয় ‘মানিকে মাগে হিথে’ দিয়েই। ভিডিওটিতে দেখা যায় শ্রীতমাকে মেরুন শাড়ি পড়ে গানের তালে নাচতে।
অন্যদিকে এই গানের আসল গায়িকার আসল ভিডিওটি বর্তমানে ১০ কোটির বেশি মানুষের পছন্দের তালিকায় যুক্ত হয়েছে। ইউটিউবে এই ভিডিওটি বর্তমানে ভিউ সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। এই গানের দৌলতেই সিংহলি এই পপ গায়িকা বর্তমানে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করতে শুরু করেছেন।