নিজস্ব প্রতিবেদন : বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যেমন প্রতিনিয়ত বেড়েই চলেছে ঠিক তেমনি আর্থিক লেনদেনের ক্ষেত্রেও এসে গেছে ডিজিটাল পদ্ধতি। আর ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের ক্ষেত্রে সব থেকে জনপ্রিয় হলো UPI।
তবে এই UPI ব্যবহারের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে প্রয়োজন ইন্টারনেট, এমনটাই হয়তো এতদিন আমাদের জানা ছিল। তবে বর্তমানে নতুন এক পদ্ধতি আসার ধরুন ইন্টারনেট ছাড়াও সহজেই করা যাবে UPI লেনদেন। ইন্টারনেট ছাড়াই UPI লেনদেনের এই ব্যবস্থা নিয়ে এসেছে BHIM।
এই নতুন পদ্ধতির সুবিধা ওঠাতে ব্যবহারকারীদের অবশ্যই UPI অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা সিমকার্ড যে স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করা হচ্ছে সেখানে থাকতে হবে, এক্ষেত্রেও ইন্টারনেট ছাড়া UPI-এর সুবিধা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকা মোবাইল নম্বরটি বাধ্যতামূলকভাবে সঙ্গে থাকা প্রয়োজন।
ইন্টারনেট ছাড়াই ইউপিআই-এর সুবিধা ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকার মোবাইল নম্বর থেকে ডায়াল করতে হবে *৯৯#। এরপর বেছে নিতে হবে ভাষা। তারপর নিজের ব্যাঙ্কের IFSC কোডের প্রথম ৪ (চার) ডিজিট দিতে হবে।
এরপর বিভিন্ন মেনুর মধ্যে থাকা Send Money অপশনটি বেছে নেওয়ার পর কিভাবে টাকা পাঠাবেন অর্থাৎ মোবাইল নম্বর, ইউপিআই আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদির মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে। এগুলি বেছে নেওয়ার পর যে পরিমাণ অর্থ পাঠাতে চাইছেন সেই অঙ্ক দিতে হবে। এরপর সেন্ড অপশনে ক্লিক করে পাঠিয়ে দেওয়া যাবে টাকা।
এই ভাবেই সহজ পদ্ধতিতে কোন রকম ইন্টারনেট ছাড়াই টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ইউপিআই পদ্ধতি। এই পদ্ধতি স্মার্টফোন ছাড়াও ফিচার ফোনেও ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি সুরক্ষার দিক দিয়েও এটি NCPI দ্বারা স্বীকৃত।