ঝঞ্ঝাট ছাড়াই সহজে মিলবে লোন, নয়া নিয়ম আনলো RBI

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্যক্তি অথবা সংস্থাকে ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে নানান ঝঞ্ঝাটের মধ্য দিয়ে যেতে হয়। লোন নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন নথি ছাড়াও একাধিকবার ব্যাঙ্কের দরজায় ঘোরাফেরা করতেও হয়। তবে বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন একটি নিয়ম এনেছে যাতে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে ঋণগ্রহীতাদের।

Advertisements

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছে অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর সিস্টেম। আর এই ব্যবস্থার ফলেই ঋণ গ্রহণের ক্ষেত্রে বিষয়টি অনেক সহজ হবে। গ্রাহকরা যেকোন ব্যাঙ্ক থেকেই অতি সহজে পাবেন ঋণ। এই ব্যবস্থায় ইতিমধ্যেই দেশের গুরুত্বপূর্ণ একাধিক ব্যাঙ্ক নিজেদের সংযুক্ত করেছে। ফলে ব্যক্তি থেকে ছোট ছোট সংস্থাদের ব্যাঙ্ক থেকে লোন পাওয়ার বিষয়টি অনেক সহজ হচ্ছে।

Advertisements

অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর সিস্টেমের কাজ হল আলাদা আলাদা করে বিভিন্ন ব্যাঙ্কে লোন নেওয়ার জন্য তথ্যাদি দেওয়ার প্রয়োজন নেই। বর্তমান ডিজিটাল পদ্ধতিতে গ্রাহকদের এই তথ্য এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে সরবরাহ হবে। এর ফলে ব্যাঙ্ক এবং আর্থিক লেনদেনকারী সংস্থাগুলি নিজেদের প্রয়োজন অনুযায়ী এবং অনুমতি সাপেক্ষে সেই সকল তথ্যাদি ব্যবহার করতে পারবে।

এই ব্যবস্থাপনা গ্রাহকদের সুবিধা করা ছাড়াও ব্যাঙ্ক এবং লোন প্রদানকারী সংস্থাগুলিকেও একাধিক সুবিধা এনে দেবে। কোন গ্রাহক কোথাও লোন নিয়ে সেই লোন ঠিকঠাক পরিশোধ করছেন কিনা তাও ধরা পড়বে এই প্রযুক্তির মাধ্যমে। এই প্রযুক্তি অনেকটা সিবিল স্কোরের মতোই কাজ করবে। ফলে যেমন গ্রাহকদের লোন নেওয়ার ক্ষেত্রে ঝঞ্ঝাট অনেকটাই কমছে, তেমনি ব্যাঙ্কের ক্ষেত্রেও লোন দেওয়ার ক্ষেত্রে তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত খাটনির প্রয়োজন হবে না।

অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর সিস্টেমে ইতিমধ্যেই দেশের ৮টি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক যোগ দিয়েছে। সেই ৮টি ব্যাঙ্ক হলো অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং ফেডারেল ব্যাঙ্ক।

প্রসঙ্গত, ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থায় লোন নেওয়ার ক্ষেত্রে যেসকল ঝক্কি সাধারণ মানুষদের বইতে হয় তার মধ্যে রয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্টের স্বাক্ষরিত এবং স্ক্যান করা কপি শেয়ার করা, নোটারাইজ বা স্ট্যাম্প ডকুমেন্ট নিয়ে বিভিন্ন কাউন্টারে ঘুরে বেড়ানো, থার্ড পার্টিকে ব্যক্তিগত ইউজার নেম এবং পাসওয়ার্ড শেয়ার করার মতো কাজ। এবার এই নতুন ব্যবস্থার ফলে এই সকল ঝক্কি দূর হবে।

Advertisements