নিজস্ব প্রতিবেদন : ভয়ঙ্কর করোনা পরিস্থিতি, আর সেই করোনা পরিস্থিতিকে সামাল দিতে দিনের পর দিন লকডাউন। গত দেড় বছরের অধিকাংশ সময় করোনা স্বাস্থ্যবিধি মেনে কাজ কর্ম করতে এবং লকডাউনের কারণে অধিকাংশ শিল্পই লোকসানের সম্মুখীন। শিল্প সংস্থাগুলি লোকসানের সম্মুখীন হওয়ার কারণে স্বাভাবিকভাবেই হয়েছে কর্মী ছাঁটাই। আর এই কর্মী ছাঁটাইয়ের কারণে বহু মানুষ তাদের কাজ হারিয়েছেন।
তবে লকডাউন এবং করোনা পরিস্থিতিতে কাজ হারানো এই সকল মানুষদের পাশে দাঁড়াতে এবার নতুন একটি প্রকল্প নিয়ে এলো কেন্দ্র। নতুন এই প্রকল্পের মাধ্যমে কাজ হারানো ব্যক্তিদের দেওয়া হচ্ছে বেকার ভাতা। এই প্রকল্পের ফলে ৫০ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন বলে মনে করছে কেন্দ্র। এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের তত্ত্বাবধানে কেন্দ্রের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অটল বীমিত ব্যক্তি কল্যাণ যোজনা।
কেন্দ্রের এই নতুন প্রকল্পের সূচনা করোনাকালে হয় এবং এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার শেষ সময়সীমা ছিল ২০২১ সালের ৩০ জুন। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। বর্তমানে এই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ২০২২ সালের ৩০ জুন।
এই প্রকল্পের আওতায় যে সকল ব্যক্তিরা কর্মহীন হয়ে পড়েছেন তাদের আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। করোনা এবং লকডাউনের কারণে কর্মহীন ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় তিন মাসের জন্য আর্থিক সহযোগিতা পাবেন। এক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে কাজ হারানো ওই ব্যক্তিকে তার কাজ থাকাকালীন তিনি যে বেতন পেতেন তার ৫০% পর্যন্ত সাহায্য দেওয়া হচ্ছে। কোন ব্যক্তি কাজ হারানোর ৩০ দিন পর থেকে এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন।
এই প্রকল্পের আওতায় সেই সকল ব্যক্তিরাই সুবিধা পাবেন যারা এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। এই সংস্থার সঙ্গে যুক্ত থাকা কাজ হারানো ব্যক্তিরা তাদের যে কোন শাখায় গিয়ে আবেদন করলেই এর সুবিধা পাবেন।
বেসরকারি সংস্থার কর্মহীন ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এছাড়াও যে সকল কর্মীদের বেতন থেকে প্রতিমাসে পিএফ অথবা ইএসআই কাটা হয় তারাও এই সুবিধা পাবেন। এই প্রকল্পের সুবিধা পাবেন যাদের মাসিক বেতন ২১ হাজার টাকার কম।