নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে আধার নম্বর বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসাবে পরিগণিত হচ্ছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া থেকে পরীক্ষা-নিরীক্ষা একাধিক ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে এই আধার কার্ড। যে কারণে আধার কার্ডের গুরুত্বের কথা মাথায় রেখে আধার সরবরাহকারী সংস্থা ইউআইডিএআই সময়ের পরিপ্রেক্ষিতে একাধিক রদবদল করছে।
আধার সরবরাহকারী কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে সকল রদবদলের মধ্যে এবার আধার কার্ডে বাবা অথবা স্বামীর নামের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আগে যেখানে আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম উল্লেখ থাকতো সেই জায়গায় আর তা উল্লেখ থাকবে না। পরিবর্তে থাকবে কেয়ার অফ দিয়ে কারোর নাম।
অর্থাৎ নতুন এই পরিবর্তন অনুযায়ী অভিভাবকের নামের আগে যে সম্পর্কের নাম ব্যবহার করার চল ছিল তার পরিবর্তন আনা হচ্ছে। পরিবর্তে স্বামী অথবা বাবা বা অন্য কারোর নাম থাকলে সেখানে সম্পর্কের উল্লেখের পরিবর্তে উল্লেখ থাকবে কেয়ার অফ।
ইউআইডিএআই-এর তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে আধার কার্ড কেবলমাত্র পরিচয়পত্র হিসাবে পরিগণিত হবে। সেক্ষেত্রে এই আধার কার্ড কারোর সম্পর্ক স্থির করবে না। এর পাশাপাশি এই ব্যবস্থা আসার সঙ্গে সঙ্গে কেবলমাত্র নিজের নাম এবং ঠিকানা দিয়েই আধার কার্ড সংশোধন করা যাবে।
প্রসঙ্গত, দিন দিন আধার কার্ডের বহুল ব্যবহারের কারণে সম্প্রতি আধার কার্ড তাদের একাধিক ক্ষেত্রে নানান পরিবর্তন এনেছে। এসকল পরিবর্তন অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীদের নতুন আধার কার্ড তৈরি করা অথবা সংশোধন করানোর ক্ষেত্রে সুবিধা প্রয়োগ করছে।
অন্যদিকে আবার আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসাবে পরিগণিত হওয়ার কারণে আধার কার্ডের সুরক্ষার দিক দিয়ে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি ব্যবহার বাড়ছে এমআধার অ্যাপের।