কেন তৃণমূলে, কি হতে চলেছে পরবর্তী পদক্ষেপ, রইলো আসল কারণ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হঠাৎ প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ যোগ দিলেন তৃণমূলে। তার এই যোগদান রাজ্যের বাসিন্দাদের পাশাপাশি বিজেপি নেতাদের একাংশকে চমকে দিয়েছে। বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী টুইট দেখলেই তা টের পাওয়া যায়।

Advertisements

Advertisements

কিন্তু প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় মন্ত্রী খোয়ানোর পর যে বিজেপি সাংসদ রাজনীতি থেকে দূরে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন তিনি কেন তৃণমূলের হাত ধরে পুনরায় রাজনীতিতে প্রত্যাবর্তন করলেন? এই ধরনের একাধিক প্রশ্নের উত্তর বাবুল সুপ্রিয় নিজেই দিয়েছেন যোগদানের পর। জানিয়েছেন, রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পরেও কেন তৃণমূলে যোগ দিলেন, তার আসল কারণ।

Advertisements

কারণ হিসেবে তিনি জানিয়েছেন, “মন থেকে রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। বাংলার মানুষদের জন্য কাজ করতে চেয়েছিলাম। আর সেই কাজ করার সুযোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। হঠাৎ একটা সুযোগ পেলাম। তাই সুযোগটা হাতছাড়া করতে চাইনি।”

সাত বছরের বেশি সময় ধরে বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকার পর কিভাবে বদলালো এই রাজনৈতিক চিত্র? এই প্রসঙ্গে বাবুল সুপ্রিয় জানান, “গত চারদিনে সিদ্ধান্ত বদল হয়েছে। মেয়েকে একটি স্কুলে ভর্তি করা নিয়ে ডেরেকের সাথে কথা হয়েছিল। তখনই তিনি এই অফার দেন।”

এর পাশাপাশি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিরাট ব্যবধানে জয়লাভ করার পর পূর্ণ মন্ত্রিত্ব না পাওয়ায় তিনি উষ্মা প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “পূর্ণ মন্ত্রিত্ব না পাওয়ায় আশ্চর্য হয়েছিলেন পরিবারের সদস্যরা এবং বন্ধুরা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর ক্ষমতা কতটা সকলেই জানেন, এই বিষয়ে নতুন করে কিছু বলতে চাই না।”

এর পাশাপাশি তৃণমূলে যোগ দিয়ে বাবুল সুপ্রিয় জানান, তিনি প্রতিহিংসাপরায়ণ রাজনীতির পক্ষপাতী নন। বিজেপির প্রতি ক্ষোভ থেকেই তৃণমূলে যোগ দিয়েছেন এমনটা নয়। অন্যদিকে তিনি ঘোষণা করেছেন, আগামী মঙ্গলবার তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। কারণ বিজেপির টিকিটে তিনি সাংসদ হয়েছিলেন।

তবে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেও তাকে তৃণমূল পুনরায় সাংসদ করতে পারে এমনটাই মনে করা হচ্ছে। রাজ্যসভায় অর্পিতা ঘোষের ছেড়ে দেওয়া আসনেই হয়তো বাবুল সুপ্রিয় বসতে পারেন। যদিও এই প্রসঙ্গে বাবুল সুপ্রিয় মত পোষণ করেছেন, “এই বিষয়ে আমি কোন মত পোষণ করবো না। দল যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব পালন করবো।”

Advertisements