নিজস্ব প্রতিবেদন : শনিবার হঠাৎ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেন। গতকাল তার এই তৃণমূলে যোগ দেওয়ার সময় তিনি জানান, কদিনের মধ্যে এমন সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তৃণমূলে যোগ দেওয়ার কারণ কেবলমাত্র ছোঁয়া দিয়ে যান। রবিবাসরীয় দুপুরে তিনি তার তৃণমূলে যোগদানের আসল কারণ জানালেন।
এদিন শহরের একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে বাবুল সুপ্রিয় জানান, “আমি প্রথম একাদশে থেকে খেলতে চাই। যদি মোহনবাগানের প্রথম একাদশে সুযোগ না পাই, তাহলে মোহনবাগান বি-টিমের হয়ে খেলব না। দরকারে ইস্টবেঙ্গলের হয়ে খেলব।”
এর পাশাপাশি তার স্পষ্ট বার্তা, “আমাকে কারোর কাছে নিজে থেকে প্রমাণ করার দরকার নেই। কিন্তু আমি সুযোগকে কাজে লাগাতে চাই। আমার মধ্যে এখনো অনেক কাজ বাকি রয়েছে সেটা বুঝেছেন মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।”
অর্থাৎ এদিনের তার বক্তব্য অনুযায়ী প্রথম একাদশ থেকে তিনি বাদ পড়ার কারনেই বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন। যদিও এই ‘প্রথম একাদশ’ বলতে তিনি কি বুঝিয়েছেন তা আজও খোলসা করেননি। বাবুলের মতে তিনি বিজেপির প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন, আর সেই কারণেই বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন।
তবে বাবুল সুপ্রিয় এদিনও প্রথম একাদশ বলতে কি বোঝাতে চেয়েছেন তা খোলসা না করলেও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি মন্ত্রিত্ব খোয়ানোর জন্যই এই সিদ্ধান্ত? পাশাপাশি প্রশ্ন উঠছে তাহলে কি তিনি তৃণমূলের মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন? যদিও এই সকল প্রশ্ন এড়িয়ে যেতেই লক্ষ্য করা যায় তাকে।