এমনি এমনি নয়, ডিভোর্স চেয়ে মোটা অঙ্কের খোরপোশ দাবি শ্রাবন্তীর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালে টলি সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী চুপিসারে রোশন সিং-এর সঙ্গে তৃতীয় বিয়েটা সেরে নেন। তারপর বিদেশে হানিমুন, আদুরে ছবি পোস্ট, টিকটক ভিডিও পোস্ট ইত্যাদিতে বেশ সরগরম হয়ে উঠেছিলেন তারা। কিন্তু এই সম্পর্ক বেশিদিন টেকসই হতে দেখা গেল না।

Advertisements

গত বছর পুজোর আগে থেকেই তাদের দুজনের মধ্যে শুরু হয় মনোমালিন্য। এক ছাদের তলায় থেকে সরে আসেন তারা। এরপর দীর্ঘদিন ধরেই আলাদা থাকলেও শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং শ্রাবন্তীর সঙ্গে পুনরায় সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন। ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা করেন রোশন।

Advertisements

তবে শ্রাবন্তী কোনভাবেই রোশনের সঙ্গে পুনরায় সংসার করতে চান না। কাগজে-কলমে থাকা তিন নম্বর বিয়ের পার্ট এই মুহূর্তে চুকিয়ে দিতে চান অভিনেত্রী। এরই পরিপ্রেক্ষিতে তিনি আবার আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন। শনিবার গভীর রাতে এই খবর সামনে আসে। তবে এখানেই শেষ নয় এর পরেই রয়েছে আসল চমক।

Advertisements

শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে রোশন সিং ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় যে মামলা করেছিলেন তারই জবাবে এই বিবাহ বিচ্ছেদের মামলা বলে জানিয়েছেন শ্রাবন্তী। রোশন সিং-এর করা মামলার শুনানি ছিল ১৬ সেপ্টেম্বর। আর সেই মামলার শুনানিতে আইনজীবী মারফত রোশনকে উত্তর পাঠান শ্রাবন্তী। আইনি পরিভাষায় যাকে বলা হয় ডাবলু এস।

আর দুজনের এই টানাপোড়েন নিয়ে পুরো বিষয়টি সম্পর্কে জানতে রোশন সিং-এর আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “রোশন সিং-এর থেকে বিবাহবিচ্ছেদ চেয়েছেন শ্রাবন্তী। এই মুহূর্তে এর থেকে আর কিছু বলা যাবে না।” তবে সূত্র মারফত জানা যাচ্ছে, অভিনেত্রী কেবলমাত্র বিবাহবিচ্ছেদ চেয়েই থেমে থাকেননি। রোশন সিং-এর কাছ থেকে খোরপোশ হিসাবে মোটা অঙ্কের টাকা দাবি করেছেন।

অন্যদিকে আবার রোশন সিং-এর সঙ্গে সম্পর্কের পাট চুকে যাওয়ার পর শ্রাবন্তীর নতুন প্রেমের খবর চাউর হয়েছে টলিপাড়ায়। বর্তমানে সর্বত্র চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শ্রাবন্তী এবং ব্যবসায়ী অভিরুপ না চৌধুরীর প্রেমের কাহিনী। তবে এ নিয়ে এখনো পর্যন্ত কেউ মুখ খোলেননি। অন্যদিকে আবার শ্রাবন্তীর ডিভোর্স মামলার শুনানি রয়েছে আগামী ১০ ডিসেম্বর।

Advertisements