নিজস্ব প্রতিবেদন : প্রাক্তন বিধায়কদের যে পেনশন দেওয়া হয়ে থাকে সেই টাকায় তাদের সংসার চালাতে টানাটানি অবস্থা। এমত অবস্থায় তারা তাদের পেনশন বৃদ্ধির দাবিতে রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে দাবি-দাওয়া পেশ করলেন। এই দাবি-দাওয়া পেশ করা হয়েছে নবগঠিত প্রাক্তন বিধায়কদের সংগঠন এক্স এমএলএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে।
জানা যাচ্ছে, বর্তমানে রাজ্যে ৬০০-র কাছাকাছি প্রাক্তন বিধায়ক রয়েছেন। যাদের প্রতি মাসে পেনশন বাবদ দেওয়া হয়ে থাকে ১২ হাজার টাকা, চিকিৎসার খরচের জন্য দেওয়া হয়ে থাকে ৬০০০ টাকা, এর পাশাপাশি ট্রেনে যাতায়াত করার জন্য ৩০ হাজার টাকার কুপন পেয়ে থাকেন। যে কারণে এই সকল বিধায়কদের অনেকেরই আর্থিক অবস্থা খারাপ, আর তারই পরিপ্রেক্ষিতে তারা পেনশন বৃদ্ধির দাবি তুলেছেন।
স্পিকারের কাছে এই সকল প্রাক্তন বিধায়কদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে দাবীদাওয়া সংক্রান্ত স্মারকলিপি পেশ করা হয়েছে তাতে দাবি তোলা হয়েছে, পেনশন ১২ হাজার থেকে বাড়িয়ে ৪০,০০০ টাকা করতে হবে, চিকিৎসা বাবদ খরচ ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে করতে হবে ১৫ হাজার টাকা। এছাড়াও তারা দাবি তুলেছেন, বহু ক্ষেত্রেই কাজের জন্য তাদের বিধানসভায় আসতে হয়। কিন্তু বিধানসভায় তাদের বসার জন্য কোন জায়গা নেই।
এ সকল প্রাক্তন বিধায়ক রা দাবি তুলেছেন বিধানসভার অন্দরেই প্রাক্তন বিধায়ক দের বসার ঘর দেওয়ার। পাশাপাশি তাদের এই সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, দেশের যে সমস্ত রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যের প্রাক্তন বিধায়ক রা যে পরিমাণে পেনশন পেয়ে থাকেন তার তুলনায় পশ্চিমবঙ্গের বিধায়করা অনেক কম পেনশন পান।
বুধবার প্রাক্তন বিধায়ক দের এই সংগঠনের তরফ থেকে এমন মোট আটটি দাবি-দাওয়া নিয়ে বিধানসভার স্পিকারকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। আর এই স্মারকলিপিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি বিবেচনা করার জন্য এনটাইটেলমেন্ট কমিটির কাছে এই সকল দাবি দাওয়া পৌঁছে দেওয়া হবে।