‘মানিকে মাগে হিথে’-র ইয়োহানি কনসার্ট করতে আসছেন ভারতে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হলিউড, বলিউড, টলিউড এখন সব কিছুকেই ছাপিয়ে জনপ্রিয়তার শিখরে শ্রীলঙ্কার ‘মানিকে মাগে হিথে’-র পপ গায়িকা ইয়োহানি ডি’সিলভা। শ্রীলঙ্কার এই কন্যা এক গানেই মাতিয়ে ফেলেছে বিশ্ব। এই একটি গানই নির্ধারণ করেছে তার ভাগ্য। এই গান সিংহলি ভাষায় হলেও এখন ভারত-বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষের মুখে মুখে ঘুরছে এই গান।

Advertisements

‘মানিকে মাগে হিথে’ গানটি প্রথম দিকে সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তেমন ভাবে জনপ্রিয়তা লাভ করতে পারেনি। তবে যখনই এই গান ভারত এবং বাংলাদেশের শ্রোতাদের মন জয় করে তখন থেকেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। এই গায়িকা এই গানের দৌলতেই কেবলমাত্র সোশ্যাল মিডিয়া থেকে রোজগার বাড়িয়ে ফেলেছেন কয়েক গুণ। আগে যেখানে মাসে ভারতীয় মুদ্রায় ৫ লক্ষ টাকা অথবা তার এদিক-ওদিক রোজগার হতো সেই জায়গায় এখন তার রোজগার কোটির কাছাকাছি।

Advertisements

সম্প্রতি ইয়োহানি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎ যাওয়ার সময় জানিয়েছেন, তিনি বলিউড সিনেমার প্রচন্ড ভক্ত। বলিউডের সিনেমা ভালোলাগার পাশাপাশি তিনি হিন্দি গান গাইতে ভালোবাসেন। তার হিন্দি গান গাওয়ার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে লক্ষ্য করা গিয়েছিল। পাশাপাশি তিনি ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, হিন্দি সিনেমার গান গাওয়ার খুব শখ রয়েছে তার।

Advertisements

আর এই উঠতি গায়িকার জনপ্রিয়তা যখন উচ্চশিখরে উঠেছে সেই সময় ভারতীয়দের মধ্যেও এই গায়িকাকে সামনাসামনি এক ঝলক দেখার শখ তৈরি হয়েছে। ইয়োহানি অনুরাগী, যাদের মধ্যে এমন শখ হয়েছে তাদের সেই শখ খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। কারণ এই গায়িকা এবার ভারতে আসছেন কনসার্ট করতে। জানা গিয়েছে তিনি আগামী ৩০ সেপ্টেম্বর গুরুগ্রাম এবং ৩ অক্টোবর হায়দ্রাবাদে পারফর্ম করবেন।

শ্রীলঙ্কার এই গায়িকা ইয়োহানির এমন সেলিব্রেটি হওয়ার একদিনের ফসল নয়। তিনি মূলত ২০১৯ সাল থেকেই নিজের গাওয়া গান ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আসছেন। তবে দীর্ঘ দু’বছরের পর তার ভাগ্য খুলে ২০২১ সালে। কারণ এই সময়ই তিনি এই ‘মানিকে মাগে হিথে’-র জন্য জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান।

Advertisements