নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং সংস্থা WhatsApp তাদের গ্রাহকদের মধ্যে এই ম্যাসেজিং অ্যাপের জনপ্রিয়তা বাড়িয়ে তোলার জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। অন্যদিকে এই সকল নতুন নতুন ফিচারের পাশাপাশি তারা নিয়ে এসেছে ডিজিটাল লেনদেনের জন্য UPI ব্যবস্থা। সম্প্রতি তারা তাদের এই ইউপিআই ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তোলার জন্য নতুন ফিচার যুক্ত করলে তাদের অ্যাপে।
ফেসবুক মালিকাধীন এই WhatsApp ম্যাসেজিং অ্যাপ গত বছর থেকেই তাদের ইউপিআই ব্যবস্থা নিয়ে এসেছে। তাদের এই ডিজিটাল লেনদেনের নাম হলো WhatsApp Pay। তবে এই ব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের জন্য এতটা ব্যবহারোপযোগী না হওয়ায় খুব একটা জনপ্রিয়তা লাভ করেনি। এবার সেই জনপ্রিয়তা অর্জনের জন্য সহজেই যাতে ব্যবহারকারীরা এই লেনদেন করতে পারেন তার জন্য নিয়ে আসা হল শর্টকাট।
নতুন এই শর্টকাট যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীরা খুব সহজেই এক ক্লিকে পাঠাতে পারবেন টাকা। WhatsApp Pay এর এই নতুন ফিচার ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি মনে করা হচ্ছে এর ফলে বিপুল জনপ্রিয়তা অর্জন করবে এই ইউপিআই পদ্ধতি। এমনিতেই ভারতের কোটি কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল। সেই জায়গায় যদি সংস্থা নিজেদের বাজার ধরতে পারে তাহলে অন্যান্য ইউপিআই মাধ্যমগুলি অনেকটাই পিছিয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
WhatsApp Pay এর নতুন শর্টকার্ট অনুযায়ী এখন ব্যবহারকারীরা যেখানে তাদের টেক্সট মেসেজ লেখেন সেখানে ফাইল অ্যাটাচ এবং ক্যামেরা বটনের মাঝে দেখতে পাবেন ‘Rupees’ (₹) চিহ্নটি। এখন থেকে WhatsApp Pay এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য ওই ‘Rupees’ চিহ্ন দেওয়া বটনে ক্লিক করলেই সহজে টাকা পাঠানো যাবে।
ওই বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে দেখিয়ে দেওয়া হবে তার কন্টাক্টে থাকা কতজন ব্যক্তি এই মুহূর্তে WhatsApp Pay ব্যবহার করছেন। এছাড়াও ওই বটনে ক্লিক করেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা যাবে। আবার কোন ক্ষেত্রে যদি কোনো ব্যবহারকারী WhatsApp Pay ব্যবহার না করে থাকেন তাহলে তাকে টাকা পাঠানোর সময় জানিয়ে দেওয়া হবে এই নম্বরে টাকা পাঠানো যাবে না।
হোয়াটসঅ্যাপের তরফ থেকে সম্প্রতি WhatsApp Pay সংক্রান্ত যে নতুন আপডেট আনা হয়েছে তা ব্যবহারকারীদের কাছে খুবই সহজ হয়ে উঠবে বলেই মত পোষণ করা হচ্ছে। তবে এই ইউপিআই পদ্ধতি ব্যবহার করার জন্য গ্রাহকদের বাধ্যতামূলকভাবে তাদের যে মোবাইল নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত আছে সেই মোবাইল নম্বরেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে।