নিজস্ব প্রতিবেদন : দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য দারুণ সুযোগ নিয়ে এলো। পুজোর মরসুমে তারা তাদের গ্রাহকদের জন্য অনেকটাই কমিয়ে দিল গৃহঋণে সুদের হার। গৃহঋণে এই সুদের পরিমাণ কমে যাওয়ায় খুশি ঋণগ্রহীতারা।
উৎসবের মরসুমে বহু মানুষকেই লক্ষ্য করা যায় নতুন গাড়ি বাড়ি কেনার প্রতি ঝুঁকতে। তবে অনেক ক্ষেত্রেই ইচ্ছে থাকলেও পর্যাপ্ত অর্থের অভাবে তা পূরণ করা সম্ভব হয় না। যে কারণে অনেকেই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে এই সকল ইচ্ছা পূরণ করেন। সম্প্রতি যারা ঋণ নিয়ে বাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সুখবর দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গৃহঋণ গ্রহীতাদের জন্য সুদের পরিমাণ কমানোর পাশাপাশি প্রসেসিং ফি কমিয়েছে। ব্যাঙ্কের বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রাহক ৬.৭০% শতাংশ হারে গৃহঋণ পাবেন। আগে যেখানে ৭৫ লক্ষ টাকার উপরে গৃহ ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদ গুণতে হতো ৭.১৫%। নতুন ঘোষণা অনুযায়ী সুদের পরিমাণ কমেছে ৪৫ বিপিএস।
এর পাশাপাশি বেতনভুক্ত কর্মচারীদের তুলনায় অবেতনভোগীদের গৃহ ঋণ নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুদ গুণতে হতো। অবেতনভোগী অর্থাৎ ফ্রিল্যান্সার, ব্যবসায়ীদের ক্ষেত্রে গৃহঋণে অতিরিক্ত ১৫ বিপিস বেশি সুদ দিতে হত। এই পার্থক্য আর থাকছে না। এখন থেকে দুই শ্রেণীর মানুষেরাই গৃহঋণ নিলে ৬.৭০% হারেই সুদ দিতে হবে। পাশাপাশি প্রসেসিং ফি-এর ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুসারে গৃহ ঋণ নেওয়ার ক্ষেত্রে ঋণগ্রহীতারা ব্যাঙ্কে যাওয়ার আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পোর্টালে যাবতীয় তথ্য দিয়ে তাদের ঋণের কোটা এবং এলিজিবিলিটি দেখে নিতে পারবেন। এছাড়াও সহজে এই গৃহ ঋণ পাওয়ার জন্য আবেদন কারীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার YONO SBI অ্যাপ থেকে সহজেই আবেদন করতে পারবেন।