নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রে বিজেপি সরকার আসার পর একাধিক নতুন নিয়ম চালু করার সঙ্গে সঙ্গে চালু করেছেন তাদের মন্ত্রীদের সম্পত্তির হিসেব সকলের সামনে তুলে ধরার নিয়ম। সেই নিয়ম অনুসারে প্রতি বছর পিএম ইন্ডিয়া ওয়েবসাইটে কেন্দ্রীয় মন্ত্রীদের সম্পত্তির হিসাব তুলে ধরা হয়।
সেই হিসেব অনুযায়ী জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তি বেড়েছে। গত বছরের তুলনায় এই আর্থিক বর্ষে প্রধানমন্ত্রীর সম্পত্তি বেড়েছে ২২ লক্ষ টাকা। গত পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোট সম্পত্তি ছিল ২ কোটি ৮৫ লক্ষ টাকা। এই বছর সেই সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৬৮ হাজার ৮৮৫ টাকা।
গত ৩১ মার্চ পর্যন্ত যে হিসেব দেওয়া হয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাঙ্কে রয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৪৮০ টাকা। এছাড়াও তার হাতে নগদ টাকা টাকার পরিমাণ জানানো হয়েছে ৩৬ হাজার ৯০০ টাকা। তাঁর ফিক্সড ডিপোজিটের পরিমাণ ১ কোটি ৮৩ লক্ষ টাকা। যা গত বছর ছিল ১.৬ কোটি টাকা। অর্থাৎ তার সম্পত্তি বেড়েছে মূলত ফিক্সড ডিপোজিট থেকেই। এই ফিক্সড ডিপোজিট রয়েছে গান্ধীনগরের স্টেট ব্যাঙ্কে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডে কোনরকম বিনিয়োগ করেন না। তবে এই সব খাতে বিনিয়োগ না করলেও তিনি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করেন। সেখানে তার মোট বিনিয়োগের পরিমাণ হল ৮ লক্ষ ৯৩ হাজার ২৫১ টাকা। এছাড়াও লাইফ ইন্সুরেন্স হিসাবে তার সঞ্চিত অর্থের পরিমাণ হল ১ লক্ষ ৫০ হাজার ৯৫৭ টাকা। পাশাপাশি তিনি ২০১২ সালে অ্যান্ড টুবরো ইনফ্রা বন্ডে বিনিয়োগ করেছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অলংকার হিসাবে রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৩৩১ টাকা মূল্যের চারটি সোনার আংটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে যে বসত বাড়ি রয়েছে তার মূল্য হল ১.১ কোটি টাকা। এই বসতবাড়ি মোট ৩,৫৩১ স্কোয়ার ফিটের। তবে এর ২৫% সম্পত্তির অধিকারী হলেন তিনি। এই সম্প্রতি তিনি ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে মাত্র ১.৩ লক্ষ টাকার বিনিময়ে কিনেছিলেন। অন্যদিকে তার নামে কোন রকম ঋণ নেই।