অক্টোবর মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রয়েছে টানা ছুটিও, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সামনের মাস অর্থাৎ অক্টোবর মাস উৎসবের মাস। যে কারণে এই মাসে অন্যান্য সরকারি কর্মচারীদের মতই ব্যাঙ্কের কর্মচারীদের রয়েছে দীর্ঘ ছুটি। ছুটির সংখ্যা বেশি হওয়ার পাশাপাশি টানা ছুটিও রয়েছে। যে কারণে অক্টোবর মাসে বেশ কয়েকদিন ব্যাংকের শাখা বন্ধ থাকার পাশাপাশি টানা কয়েক দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রতি মাসের ছুটির তালিকা আগাম প্রকাশ করা হয়ে থাকে। গ্রাহকরা যাতে অসুবিধার সম্মুখীন না হন তার জন্য এই ছুটির তালিকা প্রকাশ করা হয়ে থাকে। সেইমতো অক্টোবর মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisements

রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাদ দিয়েও অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মীদের মোট ছুটি রয়েছে ৭ দিন। অর্থাৎ অক্টোবর মাসে পাঁচটি রবিবার এবং প্রথম ও চতুর্থ শনিবার মিলিয়ে পশ্চিমবঙ্গে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে মোট ১৫ দিন।

Advertisements

২ অক্টোবর : জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে দেশের প্রতিটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের এই দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।

৩ অক্টোবর : রবিবার থাকায় এই দিনটিতেও সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে

৬ অক্টোবর : মহালয়া উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৯ অক্টোবর : অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার পড়ায় এই দিনটি ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০ অক্টোবর : রবিবার হওয়ায় এই দিনটিও দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১২ অক্টোবর : মহাসপ্তমী উপলক্ষ্যে এই দিনটিতে পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৩ অক্টোবর : মহাষ্টমী উপলক্ষ্যে এই দিনটিতে পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ অক্টোবর : মহানবমী উপলক্ষ্যে এই দিনটিতে পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ অক্টোবর : বিজয়া দশমী উপলক্ষ্যে এই দিনটিতে পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৭ অক্টোবর : রবিবার হওয়ায় এই দিনটিও সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে।

২০ অক্টোবর : লক্ষ্মী পূজো উপলক্ষ্যে এই দিনটিতে পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৩ অক্টোবর : মাসের চতুর্থ শনিবার হওয়ায় এই দিনটি দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৪ অক্টোবর : রবিবার উপলক্ষ্যে এই দিনটিও ছুটি থাকবে।

৩১ অক্টোবর : মাসের শেষ রবিবার এটি। এই দিনটিও দেশের সমস্ত ব্য়াঙ্ক ছুটি থাকবে।

Advertisements