নিজস্ব প্রতিবেদন : মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স Jio টেলিকম জগতে পা রাখার পর থেকেই নিজেদের কিং টেলিকম সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করেছে। প্রতিনিয়ত নতুন নতুন অফার গ্রাহকদের মন জয় করে তারা এখন দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থাকে পরিণত হয়েছে।
মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থার রিলায়েন্স Jio লঞ্চ করার পর বিভিন্ন রিচার্জের ক্ষেত্রে গ্রাহকদের ক্যাশব্যাক অর্থাৎ ছাড় দিতো। সেই ছাড় ছিল ৫০ টাকা পর্যন্ত। পরবর্তীকালে এই ক্যাশব্যাক অফার তুলে নেয় সংস্থা। তবে তারা সম্প্রতি এই ক্যাশব্যাক অফার পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছে তাও আবার দ্বিগুণ ক্যাশব্যাক অফার হিসাবে।
সম্প্রতি রিলায়েন্স জিওর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে বর্তমানে তারা তিনটি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে ২০% ছাড় দিচ্ছে। এই বিশেষ অফার অনুযায়ী গ্রাহকরা নির্দিষ্ট প্ল্যান রিচার্জ করলে ৪৮ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই তিনটি রিচার্জ প্ল্যান হল ২৪৯, ৫৫৫ এবং ৫৯৯ টাকার।
২৪৯ টাকা : এই প্ল্যানে রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা, ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং জিও অ্যাপস সাবস্ক্রিপশন বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের বৈধতা হল ২৮ দিন।
৫৫৫ টাকা : এই প্ল্যানে রয়েছে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং জিও অ্যাপস সাবস্ক্রিপশন বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের বৈধতা হল ৮৪ দিন।
৫৯৯ টাকা : এই প্ল্যানে রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা, ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং জিও অ্যাপস সাবস্ক্রিপশন বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যানের বৈধতা হল ৮৪ দিন।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এইসকল রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে গ্রাহকরা এই বিশেষ অফার পাওয়ার জন্য তাদের রিচার্জ করতে হবে জিও অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে। রিচার্জ করার সময় গ্রাহকদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা UPI মাধ্যমে পেমেন্ট করতে হবে। ছাড়ের টাকা সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।