নিজস্ব প্রতিবেদন : মোবাইল সিমকার্ড জারি করার ক্ষেত্রে টেলিকম বিভাগ নতুন নিয়ম জারি করেছে। এই নতুন নিয়ম অনুসারে গ্রাহকদের সুবিধা বাড়ছে একাধিক। পাশাপাশি নতুন এই নিয়ম জারি হওয়ার দরুন সিমকার্ড জারি করার ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নিয়েছে টেলিকম বিভাগ।
নতুন নিয়ম অনুসারে এবার থেকে আর নতুন সিম নেওয়া অথবা পোস্টপেড থেকে প্রিপেড বা প্রিপেড থেকে পোস্টপেড করার ক্ষেত্রে ফিজিক্যাল ফর্ম ফিলাপ করার প্রয়োজন নেই। ডিজিটাল ফর্ম ফিলাপ করে সহজেই এই কাজ করা যাবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্র এই অনুমোদন দিয়েছে এবং কেওয়াইসি নিয়মেও বদল এনেছে।
নতুন নিয়ম অনুসারে নতুন সিমকার্ড অথবা টেলিফোন কানেকশন জারি করার ক্ষেত্রে কেওয়াইসি হবে সম্পূর্ণ ডিজিটাল অর্থাৎ গ্রাহকদের কোনরকম ডকুমেন্ট জমা করতে হবে না। গ্রাহকরা এবার থেকে টেলিকম সংস্থার অ্যাপের মাধ্যমে নিজেরাই কেওয়াইসি করতে পারবেন। এর জন্য খরচ হবে মাত্র এক টাকা।
নতুন সিম নেওয়ার ক্ষেত্রে নতুন পদ্ধতি
যে সংস্থার সিম কার্ড নেবেন গ্রাহক সেই সংস্থার অ্যাপ ডাউনলোড করে ফোনে রেজিস্টার করতে হবে।
রেজিস্টার করার সময় অন্য কারোর নম্বর দিতে হবে অথবা নিজের অন্য কোনো নম্বর থাকলে সেটিও দেওয়া যাবে। লগইন করার সময় আসবে একটি ওটিপি।
লগইন হয়ে যাওয়ার পর নতুন সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে অথবা অন্য কোন কাজের জন্য কেওয়াইসি দেওয়ার ক্ষেত্রে সেল্ফ কেওয়াইসি অপশন বেছে নিয়ে তথ্য দিতে হবে।
টেলিকম বিভাগের নিয়ম অনুযায়ী ১৮ বছর বয়সের কম বয়সীদের সিম কার্ড দেওয়া যাবে না এই নিয়ম আগেই রয়েছে। এছাড়াও মানসিক অবস্থা ঠিক নেই এমন ব্যক্তিদেরও সিম কার্ড জারি করা যাবে না। এই নিয়ম অমান্য করা হলে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাকে দোষী মনে করা হবে।