নিজস্ব প্রতিবেদন : স্কুলপড়ুয়াদের পুষ্টির যোগান দিতে রয়েছে মিড ডে মিল ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে স্কুলের মধ্যেই রান্না করে পুষ্টিকর খাবার দেওয়ার বন্দোবস্ত রয়েছে। খাবারের মেনুতে থাকে ভাত, ডাল, বিভিন্ন শাক সবজির তরকারি, সোয়াবিন তরকারি, ডিম ইত্যাদি। আর এই সকল খাবার তৃপ্তি করে খেতে দেখা যায় স্কুল পড়ুয়াদের।
দেশের দুঃস্থ দরিদ্র পরিবারের পড়ুয়াদের কথা মাথায় রেখেই কেন্দ্র মিড ডে মিলের এই ব্যবস্থা চালু করে। কেন্দ্রের এই প্রকল্পের আওতায় রাজ্য সরকারগুলি প্রতিমাসে বরাদ্দ অনুযায়ী মিড ডে মিলের খাবার সরবরাহ করে থাকে। তবে করোনাকালে স্কুল বন্ধ থাকায় রান্না করে সেই খাবার হয়তো দেওয়া সম্ভব হয় না, পরিবর্তে সামগ্রী সরবরাহ করা হয় অভিভাবকদের হাতে।
এবার এই মিড ডে মিল প্রকল্পে পড়ুয়াদের রাজকীয় খাবার দেওয়ার জন্য বিপুল অর্থ বরাদ্দ করল কেন্দ্র সরকার। বিপুল অর্থ বরাদ্দ করার পাশাপাশি তারা নতুন প্রকল্প ঘোষণা করল। পড়ুয়াদের রাজকীয় খাবার দেওয়ার প্রকল্প হিসেবে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের পরিকল্পনা করা হয়। এবার সেই প্রকল্পে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
এদিন সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “২০২১-২২ থেকে ২০২৫-২৬, অর্থাত্ আগামী ৫ বছর পর্যন্ত চলবে এই প্রকল্প। এই প্রকল্পে কেন্দ্র খরচ করবে ৫৪ হাজার ৬১.৭৩ কোটি টাকা। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি খরচ করবে ৩১ হাজার ৭৩৩.১৭ কোটি টাকা। এছাড়া আরও ৪৫ হাজার কোটি টাকা খাবার কিনতে পৃথকভাব খরচ করবে কেন্দ্রীয় সরকার। যার ফলে পুরো প্রকল্পটির বাজেট দাঁড়াবে ১ কোটি ৩০ হাজার ৭৯৪.৯০ কোটি টাকা।”
GoI will bear ₹99,061.73 crore, including cost of food grains for #PMPOSHAN over 5 years. Introduction of Tithi Bhojan, social audit,school nutrition gardens & several other measures will help in the effective implementation of the scheme and boost learning & nutrition outcomes. pic.twitter.com/ORtpGciYam
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 29, 2021
অন্যদিকে দেশজুড়ে যে মিড ডে মিল প্রকল্প চালু রয়েছে সেই প্রকল্পও যেমন চলছে তেমনি চলবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। অর্থাৎ কেন্দ্রের ঘোষণা অনুযায়ী স্কুল পড়ুয়াদের পুষ্টিকর খাবার সরবরাহ করার জন্য আলাদা ভাবে শুরু করা হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রী পোষণ।