SBI-এ অ্যাকাউন্ট থাকলে ৩৪২ টাকা দিয়ে মিলবে ৪ লক্ষ টাকার ফায়দা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা কয়েক কোটি। এবার এই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য ব্যাঙ্কের তরফ থেকে একটি সুখবর দেওয়া হয়েছে। সুখবর অনুযায়ী মাত্র ৩৪২ টাকা দিয়ে কিনতে পারে ৪ লক্ষ টাকার ফায়দা।

Advertisements

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে টুইট করে এই বিষয়ে জানানো হয়েছে। তারা মূলত দুটি প্রকল্পের কথা জানিয়েছে। এই দুটি প্রকল্পে স্বল্প পরিমাণে অর্থ বিনিয়োগ করলেই সুবিধা মিলতে পারে। কেন্দ্র সরকারের এই দুটি প্রকল্প হলো হলেও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) আর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় (PMJJBY)।

Advertisements

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, ‘নিজের প্রয়োজনের মোতাবেক বিমা করান আর চিন্তামুক্ত জীবন বাঁচুন।’ জানা যাচ্ছে সরকারি এই দুটি প্রকল্পের জন্য অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট পদ্ধতিতে প্রিমিয়াম কেটে নেওয়া হবে। তবে একজন ব্যক্তির কেবলমাত্র একটি অ্যাকাউন্ট থেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন।

Advertisements

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) প্রকল্পের অধীনে থাকা কোন ব্যক্তি দুর্ঘটনায় মারা যান অথবা যদি সম্পূর্ণ পঙ্গু হয়ে যান তাহলে তিনি ক্ষতিপূরণ হিসেবে পাবেন ২ লক্ষ টাকা। পাশাপাশি ওই ব্যক্তি যদি আংশিকভাবে পঙ্গু হয়ে যান তাহলে ক্ষতিপূরণ হিসেবে পাবেন ১ লক্ষ টাকা। এই প্রকল্পের সুবিধা পাবেন ১৮ বছর থেকে ৭০ বছর বয়সীরা। এই প্রকল্পের জন্য বছরে খরচ মাত্র ১২ টাকা।

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) প্রকল্পের আওতায় থাকা ব্যক্তির কোন কারণে মৃত্যু হলে তার পরিবার ক্ষতিপূরণ হিসেবে পাবে ২ লক্ষ টাকা। এই প্রকল্পের সুবিধা পাবেন ১৮ বছর থেকে ৫০ বছর বয়সীরা। এই প্রকল্পের জন্য আবেদনকারীদের খরচ করতে হবে বছরে ৩৩০ টাকা।

অর্থাৎ এই দুটি প্রকল্পের জন্য যদি কোন ব্যক্তি বছরে ৩৪২ টাকা খরচ করে থাকেন তাহলে তিনি ৪ লক্ষ টাকার ফায়দা পেতে পারে। এই দুটি প্রকল্পের ইন্সুরেন্স কভার ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত। কোনো কারণবশত যদি এই প্রকল্পে অংশগ্রহণকারী ব্যক্তির অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই দুটি পলিসি বন্ধ হয়ে যেতে পারে।

Advertisements