গ্রাহকদের বাড়লো সুবিধা, ১০০ টাকার কমেই চলবে Jio সিম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের বৃহত্তম টেলিকম সংস্থার মুকেশ আম্বানির রিলায়েন্স Jio তাদের গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন অফার নিয়ে আসছে। অফারের দিক দিয়ে এই সংস্থার অজস্র রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলি সমস্ত রকম গ্রাহকদের জন্য প্রযোজ্য। কোন কোন রিচার্জ প্ল্যানের খরচ একটু বেশি, আবার কোন কোনটির খরচ কম। সম্প্রতি এই টেলিকম সংস্থা গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ১০০ টাকার কম এই নিয়ে এসেছে একটি রিচার্জ প্ল্যান।

Advertisements

Advertisements

কম খরচে যাতে গ্রাহকরা তাদের Jio সিম ব্যবহার করতে পারেন তার জন্য মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থার ১০০ টাকার নিচে যে রিচার্জ প্ল্যানটি চালু করেছে সেটি হল ৯৮ টাকা। আসলে এই রিচার্জ প্ল্যান আগে ছিল। কিন্তু পরবর্তীকালে তা সংস্থার তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে এটিকে পুনরায় লঞ্চ করা হয়েছে, তবে অফারের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে।

Advertisements

পরিবর্তন আনা হলেও এই রিচার্জ প্ল্যান ব্যবহার করে Jio সিম গ্রাহকরা নিজেদের হাতটান অবস্থায় অনায়াসে পরিষেবা চালিয়ে যেতে পারবেন। এতে রয়েছে আনলিমিটেড কল, ইন্টারনেটের সুবিধা। যে কারণে Jio গ্রাহকরা মাত্র ১০০ টাকার কম খরচ করেও সমস্ত রকম সুবিধা পেতে পারেন। তবে এই রিচার্জ প্ল্যানে এসএমএস-এর সুবিধা নেই।

৯৮ টাকার রিচার্জ প্ল্যানে পাওয়া যাচ্ছে ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা, প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, সমস্ত রকম Jio Apps এবং অন্যান্য সাবস্ক্রিপশন। এই রিচার্জ প্ল্যানের বৈধতা হল ১৪ দিন। অর্থাৎ ব্যবহারকারীরা ৯৮ টাকায় পাবেন ২১ জিবি ডেটা।

Advertisements