‘মানিকে মাগে হিথে’ গাইলেন ইমন, ‘এত বাজে’, সমালোচনা শ্রোতাদের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে ঝড় তুলে দিয়েছে শ্রীলঙ্কার ২৮ বছর বয়সী এই গায়িকা ইয়োহানি ডি’সিলভার ‘মানিকে মাগে হিথে’। এইভাবে এই গান খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জনের কারণে আমজনতাদের পাশাপাশি সেলিব্রিটিরাও এই গান নিয়ে বেশ মজেছেন। সেলিব্রেটিরা এই গানকে নিয়ে বিভিন্ন সময়ে নানান রিল ভিডিও তৈরি করছেন।

Advertisements

Advertisements

আর এবার এই তালিকায় নাম লেখালেন ইমন চক্রবর্তী। তবে অন্যান্য ক্ষেত্রে সেলিব্রেটিরা জনপ্রিয় এই গান গেয়ে অথবা গানের সাথে নেচে প্রশংসা কুড়িয়ে নিলেও ইমন চক্রবর্তীর ক্ষেত্রে ঘটলো ঠিক উল্টোটা। তিনি এই গান গাইতেই তার গানের গলা এবং গাওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন শ্রোতারা। সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

Advertisements

ইমন চক্রবর্তী মূলত রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিত। আর এই রবীন্দ্র সঙ্গীত শিল্পী ‘মানিকে মাগে হিথে’ গাইতেই ছি ছি রব উঠেছে। তবে এর পাশাপাশি আবার অনেকে প্রশংসাও করেছেন। নেট পাড়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই এমন প্রতিক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি ‘দাদাগিরি’র একটি এপিসোডে হাজির হয়েছিলেন ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তী ছাড়াও এই এপিসোডে হাজির ছিলেন শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য এবং আকৃতি কক্করের মতো তারকারা। এই এপিসোড সম্প্রচারিত হয় গত রবিবার। এপিসোডটি সম্প্রচারিত হওয়ার পর ইমন চক্রবর্তীর গাওয়া ‘মানিকে মাগে হিথে’ গানের টুকরো ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরেই শুরু হয় এমন কাটাছেঁড়া।

শ্রোতারা কাটাছেঁড়া করতে গিয়ে কেউ কেউ জানিয়েছেন, ‘আগে ডি সিলভার গাওয়া গানটা শুনুন। তারপর গাইবেন। গায়িকা হলেই সব গান গাওয়া যায় না।’ আবার কেউ কেউ লিখেছেন, ‘মানিকে মাগে হিথে যে এত বাজে গাওয়া যায়, তা ওঁরটা না শুনলে বুঝতাম না!’ তবে সমালোচনাও যেমন হয়েছে ঠিক তেমনই বেশ কয়েকজন ঐসকল সমালোচকদের বিরোধিতা করেছেন। তারা লিখেছেন, ‘কিছু মানুষ আছে যারা ইমনদিদির সমালোচনা করার জন্যই লেগে থাকে। এরাই এসব কমেন্ট করছে।’

মূলত ‘দাদাগিরি’র স্টেজে ইমন চক্রবর্তী গান গাওয়ার সময় প্রথমে শুরু করেন পল্লীগীতি ‘তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে’ দিয়ে। তারপর এই গান গাইতে গাইতেই মাঝে জুড়ে দেন সিংহলি ভাষা সেই জনপ্রিয় গান ‘মানিকে মাগে হিথে’।

Advertisements